ইয়ামাল প্রসঙ্গে ইনজাগি
স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। অলিম্পিক লুইস স্টেডিয়ামে সফরকারী দলের করা তিনটি গোলেই অবদান রাখেন ডেঞ্জেল ডামফ্রিস- করেছেন জোড়া গোল, বাকি গোলে সহায়তা করেছেন। খুব স্বাভাবিকভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এরপরও আলাদাভাবে ম্যাচের আলো নিজের দিকে টেনেছেন লামিনে ইয়ামাল। তাই এই স্প্যানিশ তরুণকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইন্টারের প্রধান কোচ সাইমন ইনজাগি।
ম্যাচের ২১ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় ইন্টার। ২৪তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে বার্সার হয়ে ব্যবধান কমান ইয়ামাল। প্রথমে বক্সের বাইরে ইন্টারের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন লামিনে ইয়ামাল। এরপর বক্সে ঢুকে অতিথিদের কয়েকজনকে ফাঁকি দিয়ে দারুণ এক শটে জাল কাঁপান এই স্প্যানিশ ফরওয়ার্ড।
শুধু তাই নয়, এদিন বেশ কয়েকবার অতিথিদের রক্ষণে হামলা দিয়েছেন ইয়ামাল। সুযোগ পেলেই ভীতি তৈরি করেছে প্রতিপক্ষের খেলোয়াড়দের মনে। তার একটি শট তো পোস্টে লেগে ফিরেই আসে। নাহলে ম্যাচে জয়ের হাসি মাঠ ছাড়তে পারতো বার্সা। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন ইয়ামাল।
অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন ইয়ামাল। ইতোমধ্যে সময়ের সেরা ফুটবলারদের একজন বনে গেছেন। তার সঙ্গে এখন মেসি-রোনালদোর মিল খুঁজে পান অনেকেই। অনেক নেটিজেন তো বলেই ফেলেন, মেসিকে ছাড়িয়ে যাওয়ার সব যোগ্যতাই আছে ইয়ামালের। এই ফরওয়ার্ড সেটা করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত ব্যক্তিগত পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে প্রতিপক্ষ দলের কোচের মুগ্ধতা আদায় করতে পেরেছেন, এটাই বা ইয়ামালের জন্য কম কিসের।
ইয়ামালকে নিয়ে ইনজাগি বলেন, ‘গত আট-নয় বছরে আমি লামিনে ইয়ামালের মতো খেলোয়াড় দেখিনি। তাকে আটকে রাখার জন্য আমাদের তিনজন খেলোয়াড় রাখতে হয়েছিল।’
এই কোচ আরও বলেন, ‘ইয়ামাল এমন একজন প্রতিভাবান ফুটবলার যা ৫০ বছরে কেবলমাত্র একবারই আসে। তার মতো একজন ফুটবলারকে খুব কাছ থেকে দেখতে পেরে আমি মুগ্ধ।’
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা এবং ইন্টার মিলান। অলিম্পিক লুইস স্টেডিয়ামে সফরকারী দলের করা তিনটি গোলেই অবদান রাখেন ডেঞ্জেল ডামফ্রিস- করেছেন জোড়া গোল, বাকি গোলে সহায়তা করেছেন। খুব স্বাভাবিকভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এরপরও আলাদাভাবে ম্যাচের আলো নিজের দিকে টেনেছেন লামিনে ইয়ামাল। তাই এই স্প্যানিশ তরুণকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইন্টারের প্রধান কোচ সাইমন ইনজাগি।
ম্যাচের ২১ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় ইন্টার। ২৪তম মিনিটে দৃষ্টিনন্দন গোলে বার্সার হয়ে ব্যবধান কমান ইয়ামাল। প্রথমে বক্সের বাইরে ইন্টারের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন লামিনে ইয়ামাল। এরপর বক্সে ঢুকে অতিথিদের কয়েকজনকে ফাঁকি দিয়ে দারুণ এক শটে জাল কাঁপান এই স্প্যানিশ ফরওয়ার্ড।
শুধু তাই নয়, এদিন বেশ কয়েকবার অতিথিদের রক্ষণে হামলা দিয়েছেন ইয়ামাল। সুযোগ পেলেই ভীতি তৈরি করেছে প্রতিপক্ষের খেলোয়াড়দের মনে। তার একটি শট তো পোস্টে লেগে ফিরেই আসে। নাহলে ম্যাচে জয়ের হাসি মাঠ ছাড়তে পারতো বার্সা। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন ইয়ামাল।
অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন ইয়ামাল। ইতোমধ্যে সময়ের সেরা ফুটবলারদের একজন বনে গেছেন। তার সঙ্গে এখন মেসি-রোনালদোর মিল খুঁজে পান অনেকেই। অনেক নেটিজেন তো বলেই ফেলেন, মেসিকে ছাড়িয়ে যাওয়ার সব যোগ্যতাই আছে ইয়ামালের। এই ফরওয়ার্ড সেটা করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত ব্যক্তিগত পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে প্রতিপক্ষ দলের কোচের মুগ্ধতা আদায় করতে পেরেছেন, এটাই বা ইয়ামালের জন্য কম কিসের।
ইয়ামালকে নিয়ে ইনজাগি বলেন, ‘গত আট-নয় বছরে আমি লামিনে ইয়ামালের মতো খেলোয়াড় দেখিনি। তাকে আটকে রাখার জন্য আমাদের তিনজন খেলোয়াড় রাখতে হয়েছিল।’
এই কোচ আরও বলেন, ‘ইয়ামাল এমন একজন প্রতিভাবান ফুটবলার যা ৫০ বছরে কেবলমাত্র একবারই আসে। তার মতো একজন ফুটবলারকে খুব কাছ থেকে দেখতে পেরে আমি মুগ্ধ।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে