ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ট্রাভিস হেড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৭
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩: ২৮
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ট্রাভিস হেড। ব্যাট হাতে উপহার দিচ্ছেন বড় বড় ইনিংস। টানা দুই টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

ব্রিজবেনের গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে টস হেরে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। টস ভাগ্য নিজেদের হয়ে কথা না বললেও ব্যাটিংটা ঠিকঠাক করে যাচ্ছে স্বাগতিকরা। এর নেপথ্যে আছেন হেড।

নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই সেঞ্চুরি তুলে নেন হেড। অবশ্য টস হারা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুটা মোটেও সুখকর ছিল না। দলীয় ৭৫ রানে উসমান খাজা, ম্যাক সিনি এবং মার্নাশ লাবুশানের উইকেট হারায় স্বাগতিক শিবির। ২১ রান করেন খাজা। লাবুশানের ব্যাট থেকে আসে ১২ রান। ৯ রান করে ফেরেন ম্যাক সিনি। ব্যাটিং বিপর্যয়ের পর চতুর্থ উইকেটে স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়েন হেড।

স্মিথ ধীরস্থির ব্যাটিং করলেও হাতখুলে নিজের স্বভাবজাত ব্যাটিং করে যান হেড। সুযোগ পেলেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছেন। টানা দ্বিতীয় শতক তুলে নেওয়ার আগেই সাবেক অধিনায়ককে নিয়ে গড়েন ২০০ রানের জুটি। এই রিপোর্ট লেখার সময় সেঞ্চুরির খুব কাছে অবস্থান করছিলেন স্মিথ।

এর আগে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান হেড। সেবার ওয়ানডে মেজাজে ব্যাট চালানো হেডের ইনিংস থামে ১৪০ রানে। ম্যাচটিতে ১০ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দল কোনো উইকেট না হারানোয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান এই তারকা ক্রিকেটার।

পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টেও প্রায় সেঞ্চুরি পেয়েই যাচ্ছিলেন হেড। কিন্তু জাসপ্রিত বুমরাহর বলে রিষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৮৯ রানে সাজঘরে হাঁটেন। মাত্র ১১ রানের জন্য হতাশ হয়ে ফিরতে হয় তাকে। নাহলে টানা তিন টেস্টে সেঞ্চুরির স্বাদ পেতেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত