আচরণবিধি ভেঙ্গে শাস্তি পেলেন রানা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০: ১২

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন এই পেসার। যে কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। এ নিয়ে ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন বাংলাদেশি পেসার।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে অভিষিক্ত ব্যাটার ক্যাড কারমাইকেলের শরীর বরাবর থ্রো করায় এই শাস্তি পেয়েছেন রানা। নাহিদের একটি ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন কারমাইকেল। ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করেন নাহিদ। যা লাগে কারমাইকেলের গায়ে। অভিষিক্ত ব্যাটার তখনও ছিলেন ক্রিজের ভেতরেই।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। লেভেল ১ লংঘনের জন্য ন্যুনতম শাস্তি তিরস্কার, আর সর্বোচ্চ খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। এই ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন নাহিদ।

ম্যাচের অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ আনেন। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন নাহিদ। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সিলেট টেস্টের লাগাম বাংলাদেশের হাতে। সিলেটে আইরিশদের ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান করেছে টাইগাররা। ফলে নিজেদের প্রথম ইনিংসে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ রানে ও মুমিনুল হক ৮০ রানে অপরাজিত আছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত