জিএসএলের জন্যই কী সৌম্য নেই জাতীয় দলে?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১: ০০

ওয়ানডে সিরিজের দল ঘোষণার দিন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেন সৌম্য সরকার। ওই দিন তার ব্যাটে ৫১ বলে আসে ৫৫ রান। পরের প্রস্তুতি ম্যাচে ৪৩ বলে ৪০ রান করেন তিনি। তবুও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে তাকে রাখা হয়নি। অবশ্য ওয়ানডে দল থেকে তার বাদ পড়ার কারণ হিসেবে ‘ইনজুরি’কে দায় দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, ইনজুরির পর সৌম্য ম্যাচ খেলতে পারেননি, পারফরম্যান্স ভালো না। সে কারণে তাকে বিবেচনা করা হয়নি। সেই সৌম্য সরকার এখন আছেন রংপুর রাইডার্সের সঙ্গে। খেলবেন গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। তাহলে ইনজুরির পর খারাপ করা সৌম্যকে পছন্দ করেছে রংপুর? নাকি রংপুরের হয়ে জিএসএল খেলবেন সে কারণেই সৌম্যকে ডাক হয়নি জাতীয় দলে?

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১২ ইনিংসে ৪৪.৩৩ গড়ে ৩৯৯ রান আসে সৌম্য সরকারের ব্যাটে। জাতীয় দলের জার্সিতেও সবশেষ ১০ ওয়ানডেতে তার ব্যাটে এসেছে ২৫৭ রান। তাতে দুটি ফিফটি আছে। এমন পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অটো চয়েস হওয়ার কথা ছিল তার। কিন্তু ইনজুরি আর পারফরম্যান্সের দোহাই দিয়ে শেষ পর্যন্ত তার তাকে দলে নেওয়া হয়নি। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর দল ঘোষণার দিন বলেছিলেন, ‘সৌম্য ইনজুরির পর অনেক ম্যাচ খেলতে পারেনি, পারফরম্যান্স খুব একটা ভালো না। নাঈম তার চেয়ে ভালো করছে এখন, তাই তাকে বিবেচনা করেছি, তবে সৌম্য ভালো প্লেয়ার আবারও দলে ফিরবে।’

সৌম্যর চেয়ে নাঈম ভালো করেছে- পরিসংখ্যান দেখলেই এটা স্পষ্ট হওয়া যায়। তবে মিডল অর্ডারে ব্যাট করতে পারার সামর্থ্য রাখা সৌম্য অবশ্য লিটনের চেয়ে ভালো খেলেছেন সাম্প্রতিক সময়ে। ডিপিএল কিংবা জাতীয় দলের জার্সিতে সবশেষ কয়েকটি ওয়ানডেতে কোনো পারফরম্যান্সই নেই লিটনের। শেষ ৮ ওয়ানডেতে তার সাকুল্যে রান ১৩। সর্বোচ্চ ৬। চার ম্যাচে শূন্য! তবুও তাকে স্কোয়াডে রাখেন নির্বাচকরা। সৌম্যর না থাকার ব্যাপারে ইনজুরির যে ‘অজুহাত’ দাঁড় করান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সেটা একরকম অযৌক্তিক। কারণ, দল ঘোষণার দিনই চট্টগ্রামে অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি। আর পারফরম্যান্সের কথা- তা তো লিটনের চেয়ে হাজার গুণ ভালো অবস্থায়। সৌম্যর ইনজুরির ব্যাপারে বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তিনি এখন পুরোপুরি সুস্থ আছে। সে কারণেই তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। জিএসএলে খেলতে যাওয়া রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, সৌম্যকে অনাপত্তিপত্র দেওয়ার পরই তারা তাকে দলে নিয়েছে। ঠিক কী কারণে তাহলে সৌম্যকে জাতীয় দলে নেওয়া হয়নি- ব্যাপারটি একরকম অন্ধকারাচ্ছন্ন অবস্থাতেই আছে এখনো।

শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচে লিটন শূন্য রানে আউটের পর দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গাই পাননি। বাস্তবতা জানাচ্ছে তৃতীয় ম্যাচেও পরিকল্পনার বাইরেই থাকছেন তিনি। ফর্মহীন অবস্থায় থাকা এমন একজনকে কেন এবং কোন ‍যুক্তিতে দলে রাখা হলো তার কোনো যৌক্তিক ব্যাখা নেই!

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত