বিশ্ব অ্যাথলেটিকসে রনি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২২: ৩০

আগামী ১৩-২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে হবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন হার্ডলার নাজমুল হোসেন রনি। গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ টাইমিং করে ৩১ বছরের রেকর্ড ভাঙেন এই অ্যাথলেট। সদ্য শেষ হওয়া জাতীয় সামার অ্যাথলেটিকসেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন রনি।

এই কৃতী অ্যাথলেটকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানো প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, সে বিশ্ব অ্যাথলেটিকসে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্ব অ্যাথলেটিকসে খেলোয়াড় একজন হলেও কর্মকর্তা যাচ্ছেন দুজন। ১১-১২ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস কংগ্রেসও রয়েছে। সেই কংগ্রেসে ডেলিগেট যাবেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক (অব)। আর ডেলিগেট কাম ম্যানেজার হিসেবে জাপান যাবেন সাধারণ সম্পাদক শাহ আলম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত