আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিনসিনাটি ওপেন

আবারও সিনার-আলকারাজ ফাইনাল

স্পোর্টস ডেস্ক
আবারও সিনার-আলকারাজ ফাইনাল

সময় এখন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের। একের পর এক আসরের ফাইনালে লড়ছেন দুজন। উইম্বলডনের পর এবার সিনসিনাটি ওপেনের ফাইনালেও মুখোমুখি হচ্ছেন টেনিসের এক ও দুই নম্বর তারকা। আজ রাতে ফাইনালে মুখোমুখি হবে দুজন।

গত বারের চ্যাম্পিয়ন সিনার সেমিফাইনালে ৭-৬ (৭-৪), ৬-২ ব্যবধানে হারিয়েছেন যোগ্যতা অর্জন পর্বে খেলে আসা এটিপি র‍্যাংকিংয়ে ১৩৬ নম্বরে থাকা টেরেন্স অ্যাটমানেকে। সেমিফাইনালে আলকারাজ ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন আলেক্সান্ডার জেভেরেভকে।

বিজ্ঞাপন

২০২৫ সালে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে দু’বার মুখোমুখি হয়েছেন সিনার এবং আলকারাজ। ফরাসি ওপেন ফাইনালে ৪-৬, ৬-৭ (৪-৭), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-২) ব্যবধানে জেতেন আলকারাজ। উইম্বলডন ফাইনালে তিনি হারেন ৬-৪, ৪-৬, ৪-৬, ৪-৬ ব্যবধানে।

সেই হিসাবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের আগে সিনসিনাটি ওপেন ফাইনালে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দু’জনের সামনেই। সিনারের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ, আলকারাজের লক্ষ্য উইম্বলডনের প্রতিশোধ।

ফাইনালের আগে আলকারাজ বলেন, আমরা সব সময় নিজেদের সেরা টেনিস খেলার চেষ্টা করি। মুখোমুখি হলে আমরা পরস্পরের টেনিসের মান বাড়িয়ে দিই। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চেষ্টা করব শেষ ম্যাচের ভুলগুলো আবার না করার। আমি মানসিকভাবে প্রস্তুত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন