বন্ধুকে পেটানোর অভিযোগে তাসকিনের বিরুদ্ধে জিডি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪: ০৪
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬: ৩৯

ফোন কলে বন্ধু সিফাতুর রহমান সৌরভকে নিজ বাসায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। গতকাল রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা গেছে, সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।

বিজ্ঞাপন

সাধারণ ডায়েরিতে তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগে জানানো হয়, আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে ভুক্তভোগীকে ফোন কলের মাধ্যমে ডেকে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করা হয়েছে। পরবর্তীতে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমিক দেওয়া হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে থাকা এই অভিযোগ সত্য। তবে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি থানার দায়িত্বশীল কোন কর্মকর্তা। এছাড়া অভিযোগের ব্যাপারে তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।

পরে গণমাধ্যমকে তাসকিন আহমেদ বলেন, ‘ঘটনাটায় আমি ছিলামই না। আমি কিন্তু মারি নাই। ঘটনাটা আমার এক বন্ধুর সঙ্গে। ওরা আমার নামে ইন্টারভিউ দিছে, কারণ ওই বন্ধুর ব্যাকআপ হিসেবে থানায় ফোন দিছিলাম। উল্টো আমার নামেই জিডি করেছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত