শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯: ৩০

বিজ্ঞাপন

প্রথমে পিছিয়ে পড়ার হতাশা কাটিয়ে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ মুহূর্তে গোল হজম করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিও'র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচে ২৫ মিনিটে এগিয়ে যায় লিও। এ সময় ইউনাইটেডের জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার থিয়াগো আলমাদা। যদিও এই গোলের ওপর দাঁড়িয়ে বিরতিতে যেতে পারেনি স্বাগতিকরা। ইয়োরোর কল্যাণে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে ইউনাইটেড।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ইউনাইটেড। স্কোরশিটে নাম লিখান সফরকারী দলের জশুয়া জির্কজি। এই ব্যবধানে ধরে রেখে ম্যাচ প্রায় শেষই করতে যাচ্ছিল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের জয়ের স্বপ্ন ভঙ্গ করে লিও৷ রায়ান চের্কির গোলে ম্যাচে ফেরে তারা। তাই সেমিফাইনালে উঠার জন্য দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে উভয় দলকে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত