আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনড় বাংলাদেশ, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

অনড় বাংলাদেশ, আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। একই শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। বিসিবির সিদ্ধান্তে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে বলে আগাম তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। বিশ্বকাপে ভারতে না গিয়ে বাংলাদেশ দল খেলতে পারে শ্রীলঙ্কায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিসিবির আবেদনে আইসিসির কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তই আসবে বলে ধারণা করা হচ্ছে। আইসিসির সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে বিসিবি।

বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে আইসিসির সঙ্গে আলোচনার ব্যাপারটি নিয়ে জানতে যোগাযোগ করা হয়। তবে তারা কেউই আইসিসির সঙ্গে চলমান আলোচনার ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হননি। আইসিসি বাংলাদেশ ম্যাচের ভেন্যু পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক বলে জানান তারা। সেই সিদ্ধান্ত কবে নাগাদ চূড়ান্ত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি। তারা জানায়, আইসিসি খুব দ্রুতই বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। তবে বিসিবির সিদ্ধান্তে কোনো বদল আসছে না তা একরকম নিশ্চিত বলে জানিয়েছেন পরিচালকরা। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, সেই সিদ্ধান্তে অনড় থাকছে তারা।

বিজ্ঞাপন

মোস্তাফিজকে আইপিএল থেকে অযৌক্তিক এবং অপমানমূলক কায়দায় বাদ দিয়ে ভারতই দুদেশের মধ্যকার সাম্প্রতিক ক্রিকেট বৈরিতার সৃষ্টি করেছে। সমস্যা তারাই তৈরি করেছে। সমাধানও তাদেরই করতে হবে।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ভারতীয় সিদ্ধান্তের পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গত পরশু সরকারের পরামর্শে দেশটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই চিঠিতে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। এরপরেই আইসিসির বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে জানানো হয়- বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তবে সেক্ষেত্রে আইসিসিকে নতুন করে সূচি প্রকাশ করতে হবে। কারণ, গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের প্রথম তিনটি কলকাতায় ও শেষটি মুম্বাইয়ে হওয়ার পূর্বসূচি ছিল।

এ নিয়ে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে মেইল পাঠিয়েছি। একটা বৈঠক করার জন্য তারা আমাদের খুব তাড়াতাড়ি জানাবে। যে ই-মেইল পাঠিয়েছি, সেটার উত্তরের ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ।’

ভেন্যু পরিবর্তন হলে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ইংল্যান্ড, নেপাল, ইতালি ও ওয়েস্ট ইন্ডিজকে শ্রীলঙ্কায় উড়াল দিতে হবে। পাশাপাশি দুই ম্যাচে মধ্যবর্তী সময় কম হওয়ায় তাদের ভ্রমণের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের ম্যাচের তারিখ অপরিবর্তিত রেখে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা কঠিন। এছাড়া দেশটির তিনটি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ ম্যাচগুলো। বাংলাদেশের ম্যাচ সেখানে আয়োজন করতে হলে বাড়াতে হতে পারে ভেন্যু সংখ্যাও। সব মিলিয়ে আইসিসিকে বেশ বড় জটিলতার মধ্য দিয়ে যেতে হবে। সৃষ্ট জটিলতা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। এই ইভেন্ট আইসিসির। আমরা তাই আইসিসির সঙ্গেই যোগাযোগ করেছি। বিশ্বকাপে খেলতে যাওয়া আর নিরাপত্তা আলাদা ব্যাপার। আপাতত আমরা সেটা নিয়ে চিন্তা করছি।’

তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটার যখন খেলতে চায়, তখন তারা মানসম্মান নিয়ে খেলতে চায়। কোনো ক্রিকেটারকে যখন অসম্মান করা হয় তখন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেটা ভালোভাবে নেয় না।’

আইসিসিকে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়েছে জানিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের যারা আমাদের পরিচালকরা আছেন, সবাইকে নিয়ে দুটি বৈঠক করেছি। এই মুহূর্তে আমরা নিরাপদ বোধ করছি না ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। আমরা আইসিসিকে চিঠি লিখেছি, চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কী বলতে চাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে সেটা একটা বড় চিন্তার বিষয়।’

সব মিলিয়ে বাংলাদেশ নিজেদের অবস্থানে এখন পর্যন্ত পরিষ্কার। এখন বিসিবি অপেক্ষায় কী সিদ্ধান্ত জানায় আইসিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন