আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে

২০২৬ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত। ঠিক হয়েছে ফুটবলের বিশ্বমঞ্চের সূচিও। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা দলগুলো জেনে গেছে তাদের গ্রুপ প্রতিপক্ষের বিষয়েও। ৪৮টি দল বিশ্বকাপ খেলবে ১২ গ্রুপে ভাগ হয়ে। ফুটবল মহাযজ্ঞের গ্রুপগুলো নিয়ে আমার দেশ-এর বিশেষ আয়োজনে আজ থাকছে ‘ডি’ গ্রুপের স্বাগতিক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল।

আসন্ন বিশ্বকাপে তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্র। তারা পড়েছে ‘ডি’ গ্রুপে। স্বাগতিক হওয়ার সুবাদে তাদের কোনো বাছাই পর্ব খেলতে হয়নি। সরাসরি জায়গা করে নিয়েছে তারা। এটি তাদের দশম ফিফা বিশ্বকাপ। গ্রুপে শক্তিমত্তার দিক দিয়েও তারাই এগিয়ে। বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৪তম। গ্রুপে বাকি দুই দলের চেয়ে এগিয়ে আছে তারা। বিশ্বকাপের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ডও আছে এবারের স্বাগতিকদের। ২০০২ বিশ্বকাপে তারা অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছিল, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য। ২০১০, ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল যুক্তরাষ্ট্র। কাতার বিশ্বকাপে তাদের অবস্থান ছিল ১৪তম। এবারের আসরেও ২০০২ সালের পুনরাবৃত্তি করাই লক্ষ্য মারিসিও পচেত্তিনোর দলের।

বিজ্ঞাপন

স্বাগতিক হওয়ায় এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। তাদের দলেও আছে বিশ্বমানের খেলোয়াড়। দলের মূল ভরসা রক্ষণের ক্রিস রিচার্ডস। যিনি খেলছেন প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসের হয়ে। পিএসভির সার্জিনো দেস্তো ও বরুশিয়ার জো স্ক্যালি সঙ্গ দেবেন তাকে। বায়ার লেভারকুজেনের মাঝমাঠের সৈনিক মালিক টিলম্যান আরেক বড় অস্ত্র। তার সঙ্গে আছেন বোর্নমাউথের টেইলর অ্যাডামস ও বরুশিয়ার জিওভানি রায়েনা। দলের আক্রমণ ভাগের ভরসা রিকার্ডো পেপি, লিডসের ব্রেন্ডন অ্যারনসন ও মোনাকোর ফ্লোরিয়ান বালোগানও আক্রমণভাগের দায়িত্ব পালন করবেন। দলের সবচেয়ে বড় ভরসা কোচ পচেত্তিনো। যিনি কোচিং করিয়েছেন ইউরোপের সব বড় ক্লাবে। বিশ্বকাপেও তার হাত ধরে ভালো কিছু করার স্বপ্নে বিভোর যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়া ক্রিকেটে বেশ পরিচিত হলেও ফুটবলটাও তারা নিয়মিত খেলে আসছে। একতা সময় অস্ট্রেলিয়ার নাম এলেই টিম কাহিলের নাম উচ্চারণ হতো। দেশটির ফুটবল ইতিহাসে কিংবদন্তির কাতারে জায়গা করে নিয়েছেন কাহিল। ২০২৬ বিশ্বকাপ অস্ট্রেলিয়ানদের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে পাঁচটি আসরে খেলে তাদের সর্বোচ্চ সাফল্য শেষ ষোলো (২০০২ এবং ২০২২ বিশ্বকাপ)। এবার আরেকটু এগোতে চায় অজিরা। তাদের দলের সেরা তারকা আক্রমণভাগের মার্টিন বয়েল। এছাড়া আছেন ক্রাইগ গডউইন, নেসটোরি ইরানকুন্ডা। মাঝমাঠের ভরসা রাইলি ম্যাকগ্রে, জ্যাকসন আরভাইন ও কোনার মেটকাল্টে। রক্ষণে আছেন মিলোস ডেজেনেক, কে রোলেস, জেমস ওভেরি ও ক্যামেরন বার্গেসরা। সব মিলিয়ে গ্রুপের চ্যালেঞ্জিং দল তারা।

অন্য দলটি লাতিন আমেরিকার প্যারাগুয়ে। বিশ্বকাপের ইতিহাসে তাদের সেরা সাফল্য ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা বাছাইপর্ব উতরাতে পারেনি। তিন বিশ্বকাপ পেরিয়ে অবশেষে ফের বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেল লাতিন দলটি। দলে তারকা আছেন কয়েকজন। দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা গুস্তাভো গোমেজ, রক্ষণের অতন্দ্র প্রহরী। মাঝমাঠে মিগুয়েল আলমিরন, আলেসান্দ্র রোমেরোরা আছেন। আক্রমণভাগে আছেন অ্যান্তোনিও সানাব্রিয়া। অন্য দল আসবে উয়েফা প্লে-অফ জিতে।

এই গ্রুপের প্রথম ম্যাচে ১৩ জুন, মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে। একই দিন মাঠে নামবে অস্ট্রেলিয়া ও উয়েফা প্লে অফ সি জয়ী দল। ১৯ জুন মুখোমুখি হবে উয়েফা প্লে অফ সি জয়ী দল ও প্যারাগুয়ে এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ২৬ জুন লড়বে যুক্তরাষ্ট্র-উয়েফা প্লে অফ সি জয়ী দল এবং প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন