সেঞ্চুরি হাঁকালেন শাই হোপ। জাদুকরী তিন অঙ্ক ছুঁয়ে থেকে গেলেন অপরাজিত। কিন্তু জবাবে নার্ভাস নাইনটিতে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। তবে শেষ হাসি হাসলেন নিউজিল্যান্ডের এই তারকা ওপেনারই। কেননা, দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছে কিউইরা। জয়টা ধরা দিয়েছে তিন বল হাতে রেখেই। দাপুটে এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতল ব্ল্যাক ক্যাপস শিবির।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় ১০৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। পঞ্চাশোর্ধ ইনিংস খেলে বিদায় নেন রাচিন রবীন্দ্র (৫৬)। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ৯০ রানে ফেরেন কনওয়ে। পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে জয়ের বন্দরে পা রাখেন কিউইরা। টম লাথাম (৩৯*) ও মিচেল স্যান্টনার (৩৪*) দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
তার আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পান ম্যাচসেরা শাই হোপ। অ্যাকিম অগাস্ট, জাস্টিন গ্রেভস ও রোমারিও শেফার্ড সমান ২২ রান করে এনে দেন। আর ২১ রান আসে ম্যাথু ফোর্ডের ব্যাট থেকে। কিউইদের হয়ে নাথান স্মিথ চারটি আর কাইল জ্যামিসন তিনটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২৪৭/৯, ৩৪ ওভার (হোপ ১০৯*, শেফার্ড ২২, গ্রেভস ২২, অগাস্ট ২২, ফোর্ড ২১; স্মিথ ৪/৪২ ও জেমিসন ৩/৪৪)।
নিউজিল্যান্ড : ২৪৮/৫, ৩৩.৩ ওভার (কনওয়ে ৯০, রবীন্দ্র ৫৬, লাথাম ৩৯*, স্যান্টনার ৩৪*; গ্রেভস ১/৩৫ ও ফোর্ড ১/৪২)।
ফল : নিউজিল্যান্ড পাঁচ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা : শাই হোপ।

