প্রথমবারের মতো জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপে খেলতে নেমে গ্রুপ পর্বে সম্ভাবনাময় পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচেও গতবারের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে লাল-সবুজের জার্সিধারীরা। শেষ পর্যন্ত ম্যাচটিতে কাছে ৩-২ গোলে হেরেছে তারা।
এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হেরেছিল বাংলাদেশের ছেলেরা। তিন ম্যাচ খেলে জয় না পাওয়া বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় নিল। মূল পর্ব থেকে ছিটকে যাওয়ার পর এবার ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
ভারতের তামিলনাড়ুতে শক্তিশালী ফ্রান্সের প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ে বাংলাদেশের যুবারা। ৭ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল পায় ফ্রান্স। গোল করেন খেকে। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে লড়াই জমিয়ে তুলেন আমিরুল-আব্দুল্লাহরা। ২৮ মিনিটে আব্দুল্লাহর ফিল্ড গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ফ্রান্স তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে চেপে ধরে।
এই কোয়ার্টারে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩২ মিনিটে লোরাজুরি ও ৩৮ মিনিটে লিডিয়ার্ড গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারে ম্যাচ জমিয়ে তুলে বাংলাদেশ। ৫৫ মিনিটে আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। স্কোরলাইন হয় ৩-২। এরপর বাকি সময় আর গোল না হওয়ায় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের খেলোয়াড়রা।

