মেসির সঙ্গে ইয়ামালের তুলনা

আরো ১৫ বছর অপেক্ষা করতে বললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩২
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৫: ৩৫

১৮ তে পা রাখার আগেই নিজের প্রতিভার জানান দিয়েছেন লামিনে ইয়ামাল। ইতোমধ্যে বার্সেলোনা ও স্পেনের প্রাণভোমরা হয়ে উঠেছেন এই উইঙ্গার। দুর্দান্ত টেকনিকে বাকিদের থেকে আলাদা করেছেন নিজেকে। প্রতিপক্ষের রক্ষণের জন্য হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। তাতে ক্যারিয়ারের শুরুতেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন ভক্তরা।

যদিও এখনই মেসির সঙ্গে ইয়ামালকে তুলনার বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না পেপ গার্দিওলা। এই স্প্যানিশ কোচের মতে, আরো ১৫ বছর পর আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে ইয়ামালের তুলনা করা উচিত। অবশ্য স্প্যানিশ ফুটবলারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই ম্যানচেস্টার সিটির প্রধান শিক্ষকের।

বিজ্ঞাপন

ফ্রাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমাদের উচিত ইয়ামালকে তার রাস্তা তৈরি করে দেওয়া। যদি আগামী ১৫ বছর খেলতে পারে তখন বোঝা যাবে সে মেসির চেয়ে ভালো ফুটবলার হতে পেরেছে কিনা।’

স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার আরো বলেন, ‘মেসির সঙ্গে তুলনা হওয়ার বিষয়টা দারুণ। বিষয়টা এমন যেন নতুন কোনো শিল্পীকে সরাসরি ভ্যান গঘের সঙ্গে তুলনা করার মতো।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত