ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হামজাদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ২০: ৫০

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচটির ফল ফিফা র‌্যাংকিংয়েও বেশ প্রভাব ফেলেছে। কেননা, র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলেন হামজা-জামালরা। আজ ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৫তম থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে। বাংলাদেশের নামের পাশে ৫.৩৫ পয়েন্ট যোগ হয়েছে। বাংলাদেশের সর্বমোট পয়েন্ট ৯০৪.১৬।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি র‌্যাংকিংয়ে ১৮৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর র‌্যাংকিংয়ে বাংলাদেশের গ্রাফটা শুধু নিচের দিকেই নেমেছে। এক বছর পর এবার র‌্যাংকিংয়ে ১৮৩তম অবস্থানে উঠে এলো বাংলাদেশ। অবশ্য ফিফা র‌্যাংকিংয়ের ইতিহাসে এক সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম। কিন্তু ওই র‌্যাংকিংয়ের রেকর্ডের পর শুধু নিচের দিকেই নেমেছে বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করায় র‌্যাংকিংয়ে এক ধাপ পেছাল ভারত। ১১৩২.০৩ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১২৭তম।

অন্যদিকে, র‌্যাংকিংয়ে শীর্ষ দশের মধ্যে বেশকিছু পরিবর্তন এসেছে। ফ্রান্সকে (তিন নম্বরে) এক ধাপ পেছনে ঠেলে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস। পর্তুগাল নেমে গেছে সাতে। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান সেই পাঁচেই। তাদের আগে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশের মধ্যে আটে বেলজিয়াম, ৯-এ ইতালি ও ১০-এ রয়েছে জার্মানি।

বিষয়:

ফিফা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত