প্রস্ততি ম্যাচে মুশফিক শূন্য

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুন ২০২৫, ২১: ৪৮
মুশফিকুর রহিম, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে আসন্ন টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবার ওপেনিংয়ে ব্যাট করবেন। তিনে নিয়মিত খেলা শান্তকে কেন ওপেনিংয়ে আনা হচ্ছে, সেই কারণ যদিও এখনো স্পষ্ট নয়। তবে এই সম্ভাবনার সত্যতা কিছুটা হলেও মিলেছে আজ শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে।

বিজ্ঞাপন

এই প্রস্তুতি ম্যাচে প্রথমদিন শেষে বিসিবি লাল দল ৬৯.৩ ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। মিরপুরে হোম অফ ক্রিকেটে এই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। তিন নম্বরে ব্যাট করেন মমিনুল হক। এছাড়া চার নম্বরে ছিলেন মুশফিকুর রহিম এবং ছয় নম্বরে নামেন লিটন দাস।

প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নামা শান্ত অনুশীলনের শুরু থেকেই সুইপ ও রিভার্স সুইপ শটে মনোযোগ দিচ্ছিলেন। আজও বারবার এই দুই শট খেলার চেষ্টা করেছেন। সুইপ করতে গিয়েই শেষ পর্যন্ত আউট হন তিনি। নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন শান্ত। দিনের শুরুতেই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন মমিনুল হক। তখন পর্যন্ত মাত্র দুই বল খেলা মমিনুলকে অবশ্য টিম ম্যানেজমেন্ট আবার ব্যাট করার সুযোগ দেয়। দ্বিতীয়বার সুযোগ পেয়ে সম্পূর্ণ টেস্ট মেজাজে ব্যাট করে মমিনুল ১৩১ বলে করেন ৭৮ রান।

চারে ব্যাট করা মুশফিকুর রহিম বলে বোল্ড হন ইবাদতের বলে। মাত্র দুই বল খেলে ইবাদতের ইনসুইংয়ে শূন্য রানে আউট হন মুশফিক। সাদা বলে কিছুটা অধারাবাহিক হলেও লাল বলে সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছেন লিটন দাস। এই ম্যাচেও ৯৭ বলে তিনি ৪৩ রান করেন। স্টেপ আউট করে এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টায় স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন লিটন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত