এশিয়া কাপ থেকে বাদ পড়ছেন গিল-রাহুল-জয়সওয়াল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২৩: ০৭
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের প্রস্তুতি সারবে ভারত এশিয়া কাপে। এ কারণে মহাদেশীয় এই টুর্নামেন্টেই বিশ্বকাপের দল গড়তে চান কোচ গৌতম গম্ভীর। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টে ভারতীয় দলে তিন তারকা ক্রিকেটার বাদ পড়তে পারেন। দল থেকে ছিটকে যেতে পারেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। বলা হচ্ছে, এশিয়া কাপে দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা চালাবে না ভারত।

তাদের টপ ও মিডল অর্ডারের পজিশনগুলো বলতে গেলে প্রায় চূড়ান্ত। সম্প্রতি টি-টোয়েন্টিতে ইনিংস উদ্বোধন করেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চারে ব্যাট করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা।

পাঁচ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এই ব্যাটিং অর্ডারের কারণে দলে স্থান করে নিতে পারছেন না শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত