উয়েফা সুপার কাপ ফাইনাল

শিরোপা পিএসজি না টটেনহামের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৪: ০০

প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে শেষ সময়ের অনুশীলন। কেননা দরজায় কড়া নাড়ছে নতুন মৌসুম। সময় এখন আরেকটি মৌসুমকে স্বাগত জানানোর। মহাদেশীয় ফুটবলে নতুন মিশনের দামামা বাজছে আজ উয়েফা সুপার কাপ ফাইনাল দিয়ে। শিরোপা দিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু করার সুযোগ পাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

বিজ্ঞাপন

শিরোপা নির্ধারণী ম্যাচের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আর কেউ নয়- টটেনহাম হটস্পার। তার মানে লড়াইটা হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মাঝে।
নিজেদের ফুটবল ইতিহাসের সেরা একটি মৌসুম কাটিয়েছে গতবার পিএসজি। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে জিতেছে তারা ট্রেবল- ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি চ্যাম্পিয়নস ট্রফি। ফ্রান্সের ফুটবলে গত মৌসুমে অন্য কোনো ক্লাবকে শিরোপা জেতার সুযোগই দেয়নি কোচ লুইস এনরিকের শিষ্যরা।

এখানেই শেষ নয়, অপ্রতিরোধ্য পিএসজি জিতে নিয়েছে কোয়াড্রাপলও। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো পিএসজি মাথার ওপর উঁচিয়ে ধরেছে চ্যাম্পিয়নস লিগের রুপালি ট্রফি। অলিম্পিক মার্সেইয়ের পর ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেওয়ার মাইলফলক ছুঁয়েছে প্যারিসের ক্লাবটি। নতুন মৌসুমেও সেই দুর্দান্ত ফর্মটা ধরে রাখতে চায় উসমান দেম্বেলের ক্লাবটি। ধরে রাখতে চায় শিরোপা জয়ের ছন্দটাও।


অন্যদিকে প্রাক মৌসুম পর্বটা দুর্দান্ত কাটিয়েছে টটেনহাম। ছয়টি প্রীতি ম্যাচ খেলে টানা পাঁচ জয় ছিনিয়ে নিয়েছে স্পার শিবির। হেরেছে শুধু শেষ ম্যাচটি। গত সপ্তাহে ৪-০ গোলে ধরাশায়ী হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে। এ মৌসুমে ভালো করার ব্যাপারে তারাই আত্মবিশ্বাসী।

কেননা ১৭ বছরের শিরোপা খরা কেটেছে তাদের গত মৌসুমে। চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপা লিগে। যদিও তারা প্রিমিয়ার লিগ শেষ করেছিল ১৭তম স্থানে থেকে। শিরোপা দিয়ে নতুন মৌসুম শুরু করতে চাচ্ছে তারাও।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত