স্পোর্টস ডেস্ক
অপেক্ষা শেষে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও বোর্নমাউথ। শুক্রবার (১৫ আগস্ট) রাত একটায় অ্যানফিল্ডে বোর্নমাউথকে আতিথেয়তা দেবে রেডরা। নতুন মৌসুম শুরুর আগে ছয়টি নিয়মে পরিবর্তন এনেছে ইউরোপের শীর্ষ লিগটির কর্তৃপক্ষ।
১. অফসাইড ও ভিএআর প্রযুক্তি: এবারের মৌসুমের শুরু থেকেই থাকছে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’। এই নিয়মে ভিএআর থেকে পাওয়া বিভিন্ন ফুটেজ ও সিদ্ধান্তের রিপ্লে স্ক্রিনে দেখানো হবে।
২. ৮ সেকেন্ডের নিয়ম: গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই রাখলেই শাস্তি হিসেবে প্রতিপক্ষকে কর্নার দেবে রেফারি।
৩. রেফারির সঙ্গে কথা বলার নিয়ম: নতুন নিয়মে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল অধিনায়ক। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে রেফারিকে অধিনায়ক ছাড়া অন্য কোনো খেলোয়াড়রা ঘিরে ধরলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
৪. ডাবল টাচ পেনাল্টি নিয়ম: স্পট কিকের সময় অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচ হলে গোল বাতিল হবে না। সেক্ষেত্রে পেনাল্টি টেকার আবার স্পটকিক নেবে।
৫. ধাক্কা বা জার্সি টেনে ধরায় কড়াকড়ি: ফ্রি কিক বা কর্নারের সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে জার্সি টেনে ধরলে বা ধাক্কা দিলে সরাসরি শাস্তি দেবেন রেফারি।
৬. রেফারির ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার: রেফারির গায়ে থাকা ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও সম্প্রচারে ব্যবহারে করা হবে। পাশাপাশি ভিএআরের সিদ্ধান্ত দর্শকদের জানাবেন রেফারিরা।
অপেক্ষা শেষে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও বোর্নমাউথ। শুক্রবার (১৫ আগস্ট) রাত একটায় অ্যানফিল্ডে বোর্নমাউথকে আতিথেয়তা দেবে রেডরা। নতুন মৌসুম শুরুর আগে ছয়টি নিয়মে পরিবর্তন এনেছে ইউরোপের শীর্ষ লিগটির কর্তৃপক্ষ।
১. অফসাইড ও ভিএআর প্রযুক্তি: এবারের মৌসুমের শুরু থেকেই থাকছে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’। এই নিয়মে ভিএআর থেকে পাওয়া বিভিন্ন ফুটেজ ও সিদ্ধান্তের রিপ্লে স্ক্রিনে দেখানো হবে।
২. ৮ সেকেন্ডের নিয়ম: গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই রাখলেই শাস্তি হিসেবে প্রতিপক্ষকে কর্নার দেবে রেফারি।
৩. রেফারির সঙ্গে কথা বলার নিয়ম: নতুন নিয়মে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল অধিনায়ক। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে রেফারিকে অধিনায়ক ছাড়া অন্য কোনো খেলোয়াড়রা ঘিরে ধরলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
৪. ডাবল টাচ পেনাল্টি নিয়ম: স্পট কিকের সময় অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচ হলে গোল বাতিল হবে না। সেক্ষেত্রে পেনাল্টি টেকার আবার স্পটকিক নেবে।
৫. ধাক্কা বা জার্সি টেনে ধরায় কড়াকড়ি: ফ্রি কিক বা কর্নারের সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে জার্সি টেনে ধরলে বা ধাক্কা দিলে সরাসরি শাস্তি দেবেন রেফারি।
৬. রেফারির ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার: রেফারির গায়ে থাকা ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও সম্প্রচারে ব্যবহারে করা হবে। পাশাপাশি ভিএআরের সিদ্ধান্ত দর্শকদের জানাবেন রেফারিরা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে