প্রিমিয়ার লিগে বদলে যাচ্ছে ৬ নিয়ম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৮: ৩৬

অপেক্ষা শেষে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও বোর্নমাউথ। শুক্রবার (১৫ আগস্ট) রাত একটায় অ্যানফিল্ডে বোর্নমাউথকে আতিথেয়তা দেবে রেডরা। নতুন মৌসুম শুরুর আগে ছয়টি নিয়মে পরিবর্তন এনেছে ইউরোপের শীর্ষ লিগটির কর্তৃপক্ষ।

১. অফসাইড ও ভিএআর প্রযুক্তি: এবারের মৌসুমের শুরু থেকেই থাকছে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’। এই নিয়মে ভিএআর থেকে পাওয়া বিভিন্ন ফুটেজ ও সিদ্ধান্তের রিপ্লে স্ক্রিনে দেখানো হবে।

বিজ্ঞাপন

২. ৮ সেকেন্ডের নিয়ম: গোলরক্ষক ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই রাখলেই শাস্তি হিসেবে প্রতিপক্ষকে কর্নার দেবে রেফারি।

৩. রেফারির সঙ্গে কথা বলার নিয়ম: নতুন নিয়মে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল অধিনায়ক। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে রেফারিকে অধিনায়ক ছাড়া অন্য কোনো খেলোয়াড়রা ঘিরে ধরলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

৪. ডাবল টাচ পেনাল্টি নিয়ম: স্পট কিকের সময় অনিচ্ছাকৃতভাবে ডাবল টাচ হলে গোল বাতিল হবে না। সেক্ষেত্রে পেনাল্টি টেকার আবার স্পটকিক নেবে।

৫. ধাক্কা বা জার্সি টেনে ধরায় কড়াকড়ি: ফ্রি কিক বা কর্নারের সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে জার্সি টেনে ধরলে বা ধাক্কা দিলে সরাসরি শাস্তি দেবেন রেফারি।

৬. রেফারির ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যবহার: রেফারির গায়ে থাকা ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও সম্প্রচারে ব্যবহারে করা হবে। পাশাপাশি ভিএআরের সিদ্ধান্ত দর্শকদের জানাবেন রেফারিরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত