দিন যত গড়াচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গোলের পর গোল করে রেকর্ডের মালা গলায় পরছেন। এবার দেখালেন বুড়ো হাঁড়ের ভেলকি! চল্লিশে এসে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে মাত করলেন সমর্থকদের। সৌদি প্রো লিগে তার দল আল নাসরও আল খালিজের বিপক্ষে জিতল ৪-১ গোলের বড় ব্যবধানে।
ম্যাচের তখন ৯৬ মিনিট। নাওয়াফ বুশালের উঁচু করে দেওয়া ক্রস এলো বাতাসে ভেসে। এরপরই জাদুকরী মুহূর্ত! খানিকটা এগিয়ে নিখুঁত এক বাইসাইকেল কিকে প্রতিপক্ষের গোলকিপারকে কোনো সুযোগই দিলেন না রোনালদো। ফিরিয়ে আনলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে করা একইরকম গোলের স্মৃতি।
রোনালদোর গোলের আগে ৩৯তম মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোল করেন জোয়াও ফেলিক্স। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই মুরাদ আল-হাওসাওয়ি আল খালিজের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে সাদিও মানে আবারও দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন আল-নাসরের জন্য। এরপরই রোনালদোর সেই গোল!
দৃষ্টিনন্দন এই গোলের পর লিগে আট ম্যাচে রোনালদোর গোল হলো ৯টি। আর ক্যারিয়ারে মোট গোল হলো ৯৫৪টি। রোনালদোর দুর্দান্ত ছন্দের সঙ্গে জয়ের ধারা ধরে রেখেছে আল নাসরও। লিগে চলতি মৌসুমে নয় ম্যাচের সবক’টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জর্জে জেসুসের ক্লাব।
রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল, জিতল দল

স্পোর্টস ডেস্ক

দিন যত গড়াচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গোলের পর গোল করে রেকর্ডের মালা গলায় পরছেন। এবার দেখালেন বুড়ো হাঁড়ের ভেলকি! চল্লিশে এসে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে মাত করলেন সমর্থকদের। সৌদি প্রো লিগে তার দল আল নাসরও আল খালিজের বিপক্ষে জিতল ৪-১ গোলের বড় ব্যবধানে।
ম্যাচের তখন ৯৬ মিনিট। নাওয়াফ বুশালের উঁচু করে দেওয়া ক্রস এলো বাতাসে ভেসে। এরপরই জাদুকরী মুহূর্ত! খানিকটা এগিয়ে নিখুঁত এক বাইসাইকেল কিকে প্রতিপক্ষের গোলকিপারকে কোনো সুযোগই দিলেন না রোনালদো। ফিরিয়ে আনলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে করা একইরকম গোলের স্মৃতি।
রোনালদোর গোলের আগে ৩৯তম মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোল করেন জোয়াও ফেলিক্স। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েসলি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই মুরাদ আল-হাওসাওয়ি আল খালিজের হয়ে একটি গোল শোধ করেন। তবে ৭৭ মিনিটে সাদিও মানে আবারও দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন আল-নাসরের জন্য। এরপরই রোনালদোর সেই গোল!
দৃষ্টিনন্দন এই গোলের পর লিগে আট ম্যাচে রোনালদোর গোল হলো ৯টি। আর ক্যারিয়ারে মোট গোল হলো ৯৫৪টি। রোনালদোর দুর্দান্ত ছন্দের সঙ্গে জয়ের ধারা ধরে রেখেছে আল নাসরও। লিগে চলতি মৌসুমে নয় ম্যাচের সবক’টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জর্জে জেসুসের ক্লাব।
