ভারতের হয়ে ৬ টেস্ট খেলে এক সেঞ্চুরির পাশাপাশি তিনটি ফিফটি হাঁকিয়েছেন সরফরাজ খান। এরপরও গত নভেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই মিডলঅর্ডার ব্যাটার। যদিও ফেরার লড়াইটাও বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন সরফরাজ।
ভারতের ঘরোয়া ক্রিকেটে মৌসুমের শুরুতেই ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন সরফরাজ। বুচিবাবু ট্রফির প্রথম দিনেই মুম্বাই ক্রিকেট সংস্থার হয়ে তামিলনাড়ুর বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি ব্যাটার। ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে ৯২ বল খেলেন সরফরাজ।
দল থেকে বাদ পড়ার পর থেকেই নিজের ফিটনেসের প্রতি বেশ মনোযোগী সরফরাজ। বাড়তি মেদ ঝরিয়ে নিজেকে ঝরঝরে বানিয়েছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। মাঠে সেটার সুফল পাচ্ছেন তিনি।
সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ৬ নম্বর পজিশনে করুন নায়ারকে খেলিয়েছে ভারত। নায়ার সামগ্রিকভাবে খুব ভালো না করতে পারায় সরফরাজের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করতে পারলে আবারো দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাবেন সরফরাজ।

