আইপিএল বয়কটের ডাক ইনজামামের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৬: ১১
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৬: ২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেন। যদিও ভারতের ক্রিকেটাররা অন্য কোনো দেশের লিগে খেলার অনুমতি পান না। তাই সব দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএলে ক্রিকেটার না পাঠানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের পাকিস্তানে না খেলতে যাওয়া নিয়ে। বিসিসিআই প্রতিবেশী দেশে দল পাঠাতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে সেরা আট দলের টুর্নামেন্ট। এই নিয়মে ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইতে। তাতে রোহিত শর্মাদের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট দুনিয়ায়।

বিজ্ঞাপন

এই ইস্যুতে কথা বলেছেন প্যাট কামিন্স, হেনরিখ ক্লাসেন, নাসের হুসেইন, মাইক আথারটনরা। এই তালিকার সবশেষ সংযোজন ইনজামাম। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের এক ভেন্যুতে খেলার সুবিধা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। একই সঙ্গে টেনে এনেছেন আইপিএল প্রসঙ্গ।

পাকিস্তানে এক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির হিসেবটা একপাশে রাখুন। বিশ্বের সব নামিদামি ক্রিকেটাররা আইপিএল খেলতে যায়। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের ক্রিকেটারদের অন্যান্য লিগে খেলার অনুমতি দেয় না। তাই অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না দেওয়া। ভারত যেহেতু ক্রিকেটারদের ছাড়ে না, অন্য ক্রিকেট বোর্ডগুলোকেও একটা ব্যবস্থা নেওয়া উচিত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত