এমবাপ্পে ম্যাজিক

ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০: ৫৩
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১: ০৯

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে অনেক নাটকীয়তার পর টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে পা রাখে রিয়াল মাদ্রিদ। সে জয়ের স্মৃতি নিয়ে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে পিছিয়ে পড়েছিল তারা। যদিও কিলিয়ান এমবাপ্পের কল্যাণে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলেছে হান্সি ফ্লিকের দল। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৭ ম্যাচ খেলেছে রিয়ালের নগর প্রতিদ্বন্ধীরা।

এল মাদ্রিগালে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। ভিয়ারিয়ালের হয়ে স্কোরশিটে নাম লেখান আর্জেন্টাইন রাইট ব্যাক জোয়ান ফয়েফ। যদিও বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি রিয়ালকে। এমবাপ্পের কল্যাণে ১০ মিনিটের মাথায় সমতায় ফেরে মাদ্রিদের প্রতিনিধিরা। ২৩তম মিনিটে লিড নেয় সফরকারীরা। দলের হয়ে দ্বিতীয় তথা শেষ গোলটিও করেন এই ফরাসি তারকা ফরওয়ার্ড। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না করতে পারায় ন্যূনতম জয়েই তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত