বিপিএল থেকে বাদ চিটাগং কিংস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২৩: ০০

বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক বৈঠকে ডাক পায়নি চিটাগং কিংস। তখন থেকেই শোনা যাচ্ছিল বিপিএলে ফ্রাঞ্চাইজি পাওয়া হচ্ছে না তাদের। সেই শঙ্কাই সত্যি হয়েছে। প্রাথমিক বাছাইয়ে তাদেরকে বাদ দিয়েছে বিসিবি। গত বিপিএলের রানার্স আপদের সঙ্গে বাদ পড়েছে সবশেষ কয়েক আসরের নিয়মিত দল খুলনা টাইগার্স। এছাড়া বাদ পড়াদের তালিকায় আছে নোয়াখালী ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করা বাংলা মার্ট। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক বাছাই পার করতে পারেনি প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় কাগজপত্র প্রদানে ব্যর্থ হওয়ার পাশাপাশি চিটাগং কিংসকে নিয়ে আছে আরও অভিযোগ। বিপিএলের প্রথম দুই আসরের পাশাপাশি ১১তম আসরেও তাদেরকে নিয়ে আছে নানান অভিযোগ। এসবের ভিত্তিতে দলটিকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি বলেন, ‘এসকিউ স্পোর্টস (চিটাগং কিংস) তাদের ব্যাপারে অনেকগুলো ক্লেইম আসছে।’ এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের শন টেইট প্রায় ৩৭ হাজার ডলার পায়। রোজ ভিউ হোটেল সিলেট প্রায় ১৭ লাখ ও শেরাটন হোটেল ২৯ লাখ টাকার ক্লেইম দিয়েছে। এর আগে শহীদ আফ্রিদি ও কানাডিয়ান ইয়াশা সাগার ক্লেইম করেছে। প্লাস আগের এডিশনের অনেক ডিসপুট আছে। সব আরটিবিশন চলছে। এটাই চিটাগং কিংসের সবশেষ অবস্থা।’ এর আগে বিপিএলে অংশ নিতে চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। এমন কী দাবি করেছিলেন, বিসিবি আদালত অবমাননা করছে। তবে তার সেসব দাবি টিকেনি। শেষ পর্যন্ত প্রাথমিক বাছাইয়েই বাদ দেওয়া হয়েছে তাদের।

এছাড়া নিয়মিত দল খুলনা টাইগার্সের বাদ পড়ার ব্যাখ্যায় ইফতেখার রহমান মিঠু জানান, পর্যাপ্ত কাগজ জমা না দেওয়ায় তাদেরকে প্রাথমিক বাছাই থেকে বাদ দেওয়া হয়েছে। প্রাথমিক বাছাইয়ে তিন ফ্রাঞ্চাইজি বাদ পড়ায় এখন ৮ প্রতিষ্ঠানকে দেওয়া হবে বিপিএলের দল। সঠিক প্রক্রিয়ায় বাছাই শেষে দল বুঝিয়ে দেওয়া হবে জানিয়ে মাহিন এম রহমান বলেন, ‘আমরা মন্দের ভালো বিপিএল চাই না।’ আগামী ৪ নভেম্বর চূড়ান্ত করা হবে বিপিএল কারা কারা দল পাচ্ছে। বিপিএলে আগ্রহী তিন প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার পর ৮ প্রতিষ্ঠানের মধ্যে কতটিকে দল দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আপাতত বিসিবির ভাবনায় আছে এবারের ৬ দল নিয়ে বিপিএল আয়োজন করার। মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় স্বল্পতার কারণে ছয় দলের বিপিএল আয়োজনের পরিকল্পনায় এগোচ্ছে বিসিবি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত