
স্পোর্টস ডেস্ক

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু অর্জন করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সমৃদ্ধ অর্জনের ঝুলি দেখে যে কেউ ঈর্ষা করতেই পারেন। কী জেতেননি তিনি! বার্সেলোনার হয়ে লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ আর প্রিয় জন্মভূমির হয়ে কোপা আমেরিকা থেকে বিশ্বকাপের সোনালি ট্রফি- সবই জয়ের স্বাদ নিয়েছেন। পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর। ইচ্ছা করলে তৃপ্তির ঢেকুর তুলে এখন থামতেই পারেননি মেসি। কিন্তু তেমনটা এখনই হওয়ার কোনো কারণই নেই। কেননা, ইন্টার মিয়ামির এ মেগাস্টার ফুটবলকে দিয়ে যেতে চান আরো অনেক কিছু।
ফুটবল ক্যারিয়ারে কী পেয়েছেন, তা একদিন ফিরে দেখবেন। তবে তা অবসরের আগে নয়। ফুটবলে নিজের অবদান ও অর্জন নিয়ে ভাববেন মেসি অবসর জীবনে। ফুটবলকে ঠিক কী দিয়ে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মেসি জানিয়েছেন নিজের মনের কোণে লুকানো সেই কথা, ‘এটা নিয়ে আমি এখনো ভাবিনি বা চিন্তিতও হইনি। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, সেসব আরো বেশি করে উপলব্ধি করতে পারব। কিন্তু এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’
আমেরিকা বিজনেস সামিটে অন্যতম বক্তা হিসেবে হাজির ছিলেন মেসি। মিয়ামির এই ব্যবসায়িক সম্মেলনে শহরটির মেয়র মেসির হাতে তুলে দিয়েছেন শহরের প্রতীকী চাবি। মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ নিয়েছেন মেসির সাক্ষাৎকারও। সেখানেই নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন মেসি।
বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়ে মেসি, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা- আমার মনে হয় এর চেয়ে বড় কিছু নেই। বিশ্বকাপ জিতে গেলে আর কিছু চাওয়ার থাকে না।’ তাই তো নিজের মনকে ধীরে ধীরে অবসর জীবনের দিকে ধাবিত করছেন মেসি। এ নিয়ে মেগাস্টার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, একসময় তো সবকিছুই শেষ হয়। আমি শিখতে চাই। আমার জন্য নতুন কিছু আসছে, অন্য এক দুনিয়া। ধীরে ধীরে সেদিকে জড়িয়ে পড়ছি।’

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু অর্জন করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সমৃদ্ধ অর্জনের ঝুলি দেখে যে কেউ ঈর্ষা করতেই পারেন। কী জেতেননি তিনি! বার্সেলোনার হয়ে লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ আর প্রিয় জন্মভূমির হয়ে কোপা আমেরিকা থেকে বিশ্বকাপের সোনালি ট্রফি- সবই জয়ের স্বাদ নিয়েছেন। পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর। ইচ্ছা করলে তৃপ্তির ঢেকুর তুলে এখন থামতেই পারেননি মেসি। কিন্তু তেমনটা এখনই হওয়ার কোনো কারণই নেই। কেননা, ইন্টার মিয়ামির এ মেগাস্টার ফুটবলকে দিয়ে যেতে চান আরো অনেক কিছু।
ফুটবল ক্যারিয়ারে কী পেয়েছেন, তা একদিন ফিরে দেখবেন। তবে তা অবসরের আগে নয়। ফুটবলে নিজের অবদান ও অর্জন নিয়ে ভাববেন মেসি অবসর জীবনে। ফুটবলকে ঠিক কী দিয়ে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মেসি জানিয়েছেন নিজের মনের কোণে লুকানো সেই কথা, ‘এটা নিয়ে আমি এখনো ভাবিনি বা চিন্তিতও হইনি। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, সেসব আরো বেশি করে উপলব্ধি করতে পারব। কিন্তু এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’
আমেরিকা বিজনেস সামিটে অন্যতম বক্তা হিসেবে হাজির ছিলেন মেসি। মিয়ামির এই ব্যবসায়িক সম্মেলনে শহরটির মেয়র মেসির হাতে তুলে দিয়েছেন শহরের প্রতীকী চাবি। মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ নিয়েছেন মেসির সাক্ষাৎকারও। সেখানেই নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন মেসি।
বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা নিয়ে মেসি, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা- আমার মনে হয় এর চেয়ে বড় কিছু নেই। বিশ্বকাপ জিতে গেলে আর কিছু চাওয়ার থাকে না।’ তাই তো নিজের মনকে ধীরে ধীরে অবসর জীবনের দিকে ধাবিত করছেন মেসি। এ নিয়ে মেগাস্টার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, একসময় তো সবকিছুই শেষ হয়। আমি শিখতে চাই। আমার জন্য নতুন কিছু আসছে, অন্য এক দুনিয়া। ধীরে ধীরে সেদিকে জড়িয়ে পড়ছি।’

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো ও প্রস্তুতিতে সময় পার করছে আর্জেন্টিনা। তারই অংশ হিসেবে বছরের শেষ সফরে প্রীতি ম্যাচে অ্যাঙ্গেলোর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টির দামামায় শেষ ১৪ মাসে মাঠে টেস্ট গড়িয়েছে হাতেগোনা কয়েকটি। এ সময় সবচেয়ে বেশি ১৭ টেস্ট খেলেছে ভারত। চতুর্থ সর্বোচ্চ ১০ টেস্ট খেলেছে বাংলাদেশ। টেস্ট খেলায় বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকলেও পারফরম্যান্সে অনেকটাই পিছিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল নিয়ে কখনই হয় না খুব বেশি আলোচনা। তবে এবার দেখা যাচ্ছে ভিন্নচিত্র। প্রথম বিভাগের দলবদলে ক্রিকেটার-ক্লাব কর্মকর্তাদের মতো আগ্রহ ছিল সাংবাদিকদেরও। কারণ, প্রথম বিভাগের আট দল যে লিগ বয়কট করার ঘোষণা দিয়েছে। গত ৫ ও ৬ আগস্ট মিরপুরে ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএ
২ ঘণ্টা আগে