টপ এন্ড টি-টোয়েন্টি

উদ্বোধনী ম্যাচে শাহিনসের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৮: ১১
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮: ২৫

গতবারের মতো টপ এন্ড টি-টোয়েন্টির আসন্ন আসরেও অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরের ফাইনাল খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় তারা। সে আসরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছিলেন পেসার রিপন মন্ডল, স্পিনার রাকিবুল হাসান, উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমনদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের মতো টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরে খেলেছে পাকিস্তান শাহিনস।

বিজ্ঞাপন

এই দুই দল ছাড়াও এশিয়া থেকে টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নেবে নেপাল। টুর্নামেন্টেটির এবারের আসরে অংশ নেবে ১১ দল। এর মধ্যে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহিনস ও নেপালের নাম নিশ্চিত করেছে আয়োজক নর্দান টেরিটোরি ক্রিকেট।

টপ এন্ড টি-টোয়েন্টিতে ফের বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টিতেও আমাদের দল খেলবে। এজন্য আমরা আনন্দিত। এটা আমাদের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে মানসম্পন্ন দলের বিপক্ষে আমাদের উদীয়মান খেলোয়াড়রাদের দারুণ অভিজ্ঞতা এনে দেবে। যা আমাদের ক্রিকেটের উন্নয়নে কাজে দেবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত