আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘মোবাইল’ ইস্যুতে ঢাকার নির্বাহীর অভিযোগ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

‘মোবাইল’ ইস্যুতে ঢাকার নির্বাহীর অভিযোগ

একদিন আগেই খবর বেরিয়েছিল বিপিএলে অ্যান্টি করাপশন ইউনিট (আকু) আতিক ফাহাদের মোবাইল ফোন নিজেদের কবজায় নিয়েছে। এরপরে আজ সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তিনি বলেন, ‘তিন দিনের পরে গিয়ে আজকে পঞ্চম দিন যাচ্ছে এখন পর্যন্ত আমার মোবাইলের কোনো খোঁজ নেই।’ এছাড়া রহমানউল্লাহ গুরবাজকে অযাচিত জিজ্ঞাসাবাদের অভিযোগও তুলেছেন তিনি।

এছাড়া আতিক ফাহাদের অভিযোগ একটি নির্দিষ্ট দল ছাড়া সবাইকে ‘অপরাধী’ ট্রিট দেওয়া হচ্ছে। এ নিয়ে তিনি বলেন ‘আমাদের ধারণা একটা দল ছাড়া বাকি সবাইকেই সিমিলার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আকসু থেকে।’ এছাড়া রহমানউল্লাহ গুরবাজকে অযাচিত ঝামেলা করেছে বলেও অভিযোগ জানান আতিক ফাহাদ। এ নিয়ে তিনি বলেন, ‘একজন বিদেশি বড় ক্রিকেটার যে আইএল টি-টোয়েন্টি খেলছে, এখানে ওখানে খেলছে, এই রকম একটা ক্রিকেটারের রুমে আপনি গিয়ে ঝামেলা করবেন…।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘আমি অনেকজনের কাছে গিয়েছি। আমি তাদের নাম বলছি না কিন্তু আমি নির্দিষ্ট করে গুরবাজের কথা বলছি, কারণ এখন পর্যন্ত পুরো বিপিএলের সেরা ব্যাটার। নিশ্চয়ই তার রেপুটেশনও তেমন। তো অ্যান্টি করাপশনের উচিত ছিল এরকম একটা প্লেয়ারের কাছে যাওয়ার আগে…।’

এসব ঘটনা বেশির ভাগ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে ঘটেছে জানিয়ে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘দেখেন আমাদের সঙ্গে বেশির ভাগ ঘটনা ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে থেকেই কিন্তু আমার দলের ওপর একটা কনটিনিউয়াস…। ম্যাচের আগের দিন কিন্তু সাইফকে চার্জ করেছে ইন্টিগ্রিটি ইউনিট।’

ম্যাচের মধ্যেও তাকে চার্জ করেছে জানিয়ে মিঠুন বলেন, ‘আপনি যদি বলেন যে ম্যাচের আগের দিন কথা বলেছে এটা ভুল না। কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কীভাবে। এটা আমি ক্রিকেটার হিসেবে আমার ১৫-১৬-১৭ বছর যাই বলেন ক্যারিয়ারে আমি এইরকম কোনো ঘটনা কখনো শুনিনি যে, পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন