ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় আর নেপালের বিপক্ষে ড্র (২-২ গোলে) করে ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে ১৮০তম অবস্থানে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়ে গত ৯ বছরের মধ্যে সেরা অবস্থানে এখন বাংলাদেশ দল।
এর আগে ২০১৬ সালের মে মাসে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৭৮তম অবস্থানে ছিল। এরপর ইতিহাসে সর্বনিম্ন ১৯৭তম অবস্থানেও ছিল বাংলাদেশ। সেখান থেকে ধাপে ধাপে এগিয়েছে দল। অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ছয় ধাপ পিছিয়ে ১৪২তম স্থানে আছে ভারত।
ফিফা র্যাংকিংয়ে প্রথম চার দলের মধ্যে কোনো পরিবর্তন নেই। শীর্ষস্থানে আগের মতোই আছে স্পেন। দ্বিতীয় আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স ও চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড । দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

