২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়র খেলুক সেটা চান না ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ। এমন তথ্য উঠে এসেছে ব্রাজিলের জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটাফোলার জরিপে।
যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নেইমারকে দেখতে চান বেশিরভাগ ব্রাজিলিয়ান। জরিপ শেষে ডাটাফোলা জানিয়েছে, ব্রাজিলের ৪৮ শতাংশ মানুষ তারকা ফরওয়ার্ডকে আসন্ন বিশ্বকাপের মঞ্চে দেখতে চান। ৭ শতাংশ মানুষ নেইমারের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টিকে গুরুত্ব দেননি। বাকি ৩ শতাংশ উত্তরদাতা নিজেদের সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়েছেন।
চোটের থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট না হওয়ায় বাছাইপর্বের সবশেষ দুটি ম্যাচের জন্য নেইমারকে দলে নেননি কার্লো আনচেলত্তি। যদিও ২০২৬ বিশ্বকাপের জন্য ইতালিয়ান কোচের পরিকল্পনায় আছেন সান্তোস তারকা। এজন্য তাকে প্রস্তুত থাকতে বলেছেন আনচেলত্তি।

