কেন তিন ফুটবলারকে রেখে গেলেন কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০০: ০০

ভারতের উদ্দেশে বিমান ধরার আগে দলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে পারেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিক দলে থাকা ২৭ ফুটবলারের মধ্যে ২৪ জনকে নিয়ে ভারতে গেলেন এই স্প্যানিশ কোচ। ক্যাম্পের শুরু থেকে দলে ছিলেন পিয়াস আহমেদ, আরিফ হোসেন ও তাজ উদ্দিন। গত ১৯ মার্চ আনুষ্ঠানিক দলের সংবাদ সম্মেলনের আগে ফটোসেশনেও অংশ নেন তারা। কিন্তু কেন এই তিন ফুটবলারকে রেখে গেলেন কোচ কাবরেরা? এ নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে সৌদি আরবের ক্যাম্প থেকে ইতালি ফেরত গেছেন প্রাথমিক দলে থাকা ফাহামিদুল ইসলাম। এই তরুণ প্রবাসী ফরোয়ার্ডের দল থেকে বাদ পড়ার পর প্রশ্নের সম্মুখীন হন কোচ কাবরেরা। এ ছাড়া ৩৮ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছিলেন এই কোচ, অনুশীলনে যাচাই না করেই ৮ ফুটবলারকে বাদ দিয়ে দেন তিনি। এবার তিন ফুটবলার রেখে ভারতে ম্যাচ খেলতে যাওয়ায় নতুন করে আলোচনা হচ্ছে। ভারত ম্যাচের আগে ২৩ সদস্যের দল চূড়ান্ত হলে আরো এক ফুটবলার বাদ পড়বেন। আগামী ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে ২৩ সদস্যের দল চূড়ান্ত হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত