জয় নয়, উন্নতিটাই গুরুত্বপূর্ণ : বাটলার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২০

একটা অস্বস্তি পরিস্থিতির মধ্যে দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলতে গেছেন কোচ পিটার বাটলার। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ সিনিয়র ১৮ ফুটবলার তার দলে নেই। নতুন ও তরুণ একটি দল গঠন করেছেন বাটলার। এরই মধ্যে আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। এই ম্যাচে স্বাগতিক আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পর ইংলিশ কোচ বাটলার বলেছেন, আমিরাত সফরে দলের জয়ের চেয়ে উন্নতিটাই বেশি গুরুত্বপূর্ণ।

কোচ বাটলারের বিরুদ্ধে সাবিনারা বিদ্রোহ করে শেষ পর্যন্ত আমিরাত সফরে যাননি। তাই নবগঠিত দল কেমন পারফরম্যান্স করেÑ সেদিকে বাড়তি নজর থাকছে সবার। তবে প্রথম ম্যাচে হারলেও হতাশ নন কোচ বাটলার। তরুণদের প্রতিই তার আস্থা। বর্তমান দলটি নিয়েই খুশি তিনি। বাটলার জানান, ‘এই হারে নির্দিষ্ট কিছু মানুষ হাসবে, রসিকতা করবে; কিন্তু আমি বিশ্বাস করি এ দলটিই দীর্ঘ সময় টিকবে। আমার মতে, এই সফরে জয়টা মুখ্য বিষয় নয়, উন্নতি করাটাই গুরুত্বপূর্ণ। আগামী সাফ ও এএফসির প্রতিযোগিতার জন্য দল গড়ার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’আমিরাত শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ বাটলার। তার মতে, মেয়েরা দারুণ খেলেছে। হারলেও এই বাংলাদেশ দলটি নিয়ে বেশ ইতিবাচক কোচ বাটলার।

বিজ্ঞাপন

দুবাইয়ে আগামী ২ মার্চ আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এ ম্যাচের আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় মেয়েরা। বাংলাদেশ অধিনায়ক আফেঈদা খন্দকার বলেছেন, গত ম্যাচে তাদের যে ভুলগুলো হয়েছে, তা শুধরে মাঠে নামবেন। তাদের লক্ষ্য ভালো খেলে জয় তুলে নেওয়া। এ নিয়ে কাজ করছেন তারা। ফুটবলার শাহেদা আক্তার রিপা জানান, প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করছেন তারা। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত