আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিজ হেরে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী লিটন

স্পোর্টস রিপোর্টার

সিরিজ হেরে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী লিটন

বিজ্ঞাপন

লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে কোন জয় না পাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানান, সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী তিনি। গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এই কথা বলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে লিটন বলেন, ‘দর্শকরা দারুণ ছিলেন। তারা দুই দলকেই সমর্থন করেছেন। আমি বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। কারণ আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি, দারুণভাবে ফিরে আসব।’

সিরিজ শেষে প্রথম দুই ম্যাচের ভুলগুলো নিয়ে কথা বলেন লিটন। সেখানে তিনি বলেন, ‘আমরা প্রথম দুই ম্যাচে ভালো বোলিং ও ফিল্ডিং করতে পারিনি। তবে এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। আমাদের বোলারদের শিখতে হবে কিভাবে বিভিন্ন ধরনের ব্যাটারদের বল করতে হয়। এবং এটা নিয়ে চিন্তার অনেক জায়গা আছে।’

পুরো সিরিজে ওপেনিংয়ে দারুণ করেছেন তানজিদ হাসান তামিম। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও শেষ টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ছিল রান। এই নিয়ে লিটন বলেন, ‘ইমন ও তানজিদ ভালো ব্যাটিং করেছে। দলের বেশিরভাগই দারুণ করেছে। তাদের সেরাটা দিয়ে ব্যাটিং করেছে আজ (গতকাল)।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...