আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হকি বিশ্বকাপের প্রস্তুতি

মালয়েশিয়া গেল অনূর্ধ্ব-২১ হকি দল

স্পোর্টস রিপোর্টার

মালয়েশিয়া গেল অনূর্ধ্ব-২১ হকি দল

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এই বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প অনেক আগেই শুরু করেছে অনূর্ধ্ব-২১ হকি দল। এবার বিদেশের মাটিতেও ঝালিয়ে নেবেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে আজ মালয়েশিয়ার উদ্দেশে বিমান ধরেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। হকি ফেডারেশনের পক্ষে আগেই জানানো হয়েছিল, মালয়েশিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য তৈরি হবে দল।

জানা যায়, মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলে ১ অক্টোবর দেশে ফিরবে দল। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকি বিশ্বকাপ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...