পাকিস্তান দলে ফিরলেন ইমাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০: ১০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মাধ্যমে লম্বা সময় পর দলে ফিরলেন ইমাম উল হক। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ম্যাচ খেলেন এই ওপেনার।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে সাতটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ইমাম ছাড়াও দলে ফিরেছেন মোহাম্মদ আলি ও মোহাম্মদ হুরাইরা।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে দলে নেই সাইম আইয়ুব ও হাসিবুল্লাহ। দলে নতুন মুখ কাশিফ আলি ও রোহাইল নাজির। ফেরানো হয়েছে সাজিদ খান ও আবরার আহমেদকে। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও আমের জামালকে। ফর্মহীনতায় বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, বাবর আজম, আবরার আহমেদ, কামরান গোলাম, ইমাম উল হক, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, সালমান আলি আগা, কাশিফ আলি, খুররম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির ও সাজিদ খান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত