মাঠের বাইরের ঘটনায় ফের আলোচনায় নেইমার। জড়িয়ে পড়েছেন নতুন বিতর্কে। ব্রাজিলের শীর্ষ লিগ সেরি এ-তে ইন্তারনাসিওনালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হওয়ার পর গ্যালারির এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান।
দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণ ব্যাখ্যা করে ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, তাকে অন্যায্যভাবে গালমন্দ করা হয়েছিল, ‘উত্তেজনার মুহূর্তে অন্যায়ভাবে অপমান করা হলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠের ভেতরে আমার সমালোচনা করা হলে আমি কখনও ভক্তদের সঙ্গে তর্ক করব না। কারণ, আমি খারাপ খেলছি কিনা সেটা বলার অধিকার তাদের আছে। এমনকি আমাকে দুয়ো দেওয়ার পূর্ণ অধিকারও তাদের আছে!’
ম্যাচের শেষ দিকে নেইমারের দারুণ এক শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু গোল হয়েছে ভেবে উদযাপন শুরু করেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। খুশিতে কর্নার ফ্লাগও লাথি দিয়ে ভেঙে ফেলেন। সান্তোসের সমর্থকরাও তার সঙ্গে উদযাপন শুরু করেন। কিন্তু রেফারি গোল দেননি। একে তো গোল মিস। তারওপর হারের হতাশা। হাঁটু গেড়ে মাঠেই বসে পড়েন নেইমার। শেষে দর্শকের সঙ্গে জড়ান তর্কে।ম্যাচের শেষ দিকে নেইমারের দারুণ এক শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু গোল হয়েছে ভেবে উদযাপন শুরু করেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। খুশিতে কর্নার ফ্লাগও লাথি দিয়ে ভেঙে ফেলেন। সান্তোসের সমর্থকরাও তার সঙ্গে উদযাপন শুরু করেন। কিন্তু রেফারি গোল দেননি। একে তো গোল মিস। তারওপর হারের হতাশা। হাঁটু গেড়ে মাঠেই বসে পড়েন নেইমার। শেষে দর্শকের সঙ্গে জড়ান তর্কে।

