আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক স্কোয়াশে ইয়াসিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক স্কোয়াশে ইয়াসিন চ্যাম্পিয়ন

ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬। ৯ দেশের ২৪ খেলোয়াড় অংশ নেওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের ইয়াসিন সোডি। ফাইনালে মালয়েশিয়ার ডুনকান লিকে হারিয়ে শিরোপা জিতেছেন বিশ্বের ৮৫তম অবস্থানে থাকা এই খেলোয়াড়। এ প্রতিযোগিতায় বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশে স্কোয়াশ খেলার উন্নয়নে সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করবে। শেষ হওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতাটি বাংলাদেশে স্কোয়াশ খেলার অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন মৃতপ্রায় খেলাটিকে পুনর্জন্ম দেওয়ার পাশাপাশি পরিচিতি, প্রচার ও প্রসার ঘটাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবিদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন