আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বকাপের বছর ২০২৬

আরিফুল হক বিজয়

বিশ্বকাপের বছর ২০২৬

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ২০২৫ সাল। বছরের কাটা পা রেখেছে ২০২৬ সালের ঘরে। দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে এ বছর কাটবে ব্যস্ততায়। ক্রীড়াপ্রেমীদের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে আনন্দের বছর। নতুন বছরের সবচেয়ে বড় ইভেন্ট ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ। এছাড়াও প্রত্যেক বছরের মতো এবারও নিয়মিত ইভেন্ট থাকছে, আছে যুব ও সিনিয়র পর্যায় মিলিয়ে ফিফার দুটি ও আইসিসির তিনটি ইভেন্ট, একটি প্যারা অলিম্পিকস ও এশিয়ান গেমস। বছরজুড়ে অনুষ্ঠেয় ইভেন্টগুলোর দিকে আলোকপাত করা যাকÑ

আফ্রিকান কাপ অব নেশনস

বিজ্ঞাপন

২০২৬ সালের শুরুতেই দর্শকদের জন্য থাকছে আফ্রিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকা কাপ অব নেশনস। এই আসর ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হলেও শেষ হবে জানুয়ারিতে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই দর্শকরা নকআউটের রোমাঞ্চ দেখতে পাবেন। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

জানুয়ারিতে আছে ছোটদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ১৫ জানুয়ারি শুরু হয়ে এ ইভেন্ট শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এই আসরে খেলবে বাংলাদেশও। তাই বাংলাদেশিদের নজর থাকবে আলাদা করে। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে; তাদের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়ান ওপেন ও শীতকালীন অলিম্পিক

বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে বসবে টেনিসের জমজমাট আসরে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম লড়াই অস্ট্রেলিয়ান ওপেন। আফ্রিকা কাপ অব নেশনস শেষ হওয়ার দিনই বসবে অস্ট্রেলিয়ান ওপেন, ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। টেনিসের লড়াই দেখতে দেখতেই দর্শকরা মাতবেন শীতকালীন অলিম্পিকে। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু শীতকালীন অলিম্পিক, বসবে ইতালিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফেব্রুয়ারিতেই বসবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এই লড়াই শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ২০ দলের এ প্রতিযোগিতায় ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে।

এএফসি চ্যাম্পিয়নশিপ কাপ

ক্রিকেটের উন্মাদনার রেশ কাটতেই এশিয়ার দর্শকরা বুঁদ হবেন নারীদের ফুটবলের দ্বৈরথ এএফসি চ্যাম্পিয়নশিপ কাপে। ১ মার্চ শুরু হয়ে এ আসর চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের আয়োজক অস্ট্রেলিয়া। এশিয়ার নারীদের এই মহাদ্বৈরথে প্রথমবারের মতো বাংলাদেশও অংশ নিচ্ছে। ১২ দলের আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে।

ফিনালিসিমা ও শীতকালীন প্যারা অলিম্পিক

এ বছর ফুটবলের আরেকটি মহাদ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা। কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের মধ্যে হবে ফিনালিসিমা। যেখানে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। মার্চের শেষ সপ্তাহে (২৭ মার্চ) কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ফিনালিসিমার ফাইনাল। এর আগে ৬ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে শীতকালীন প্যারা অলিম্পিকের একটি আসর।

ফ্রেঞ্চ ওপেন ও উয়েফা ফাইনাল

বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে টেনিসের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। ফ্রান্সের লাল মাটির কোর্টের এই লড়াই শুরু হবে ২৪ মে থেকে, শেষ হবে ৭ জুন। একই মাসের শেষদিকে উয়েফার তিনটি প্রতিযোগিতার ফাইনাল। ২০ মে ইউরোপা লিগের ফাইনাল, ২৭ মে কনফারেন্স লিগেরটি এবং তিনদিন পর ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির বুদাপেস্টে।

ফিফা ফুটবল বিশ্বকাপ

উয়েফার তিন আসরের ফাইনালের পরই ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এবারের ফুটবল বিশ্বকাপ বসবে। এটা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল। প্রথমবারের মতো আসর অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপের পরদিনই শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারীদের টি-২০ বিশ্বকাপ ১২ জুন শুরু হয়ে চলবে ৫ জুলাই পর্যন্ত। নারীদের এবারের আসর বসবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।

উইম্বলডন ও ইউএস ওপেন

বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন বসবে ২৯ জুন। অল ইংল্যান্ড টেনিস কোর্টের মর্যাদার এই আসর চলবে ১২ জুলাই পর্যন্ত। পরের মাসেই হবে বছরের শেষ টেনিস শিরোপার লড়াই ইউএস ওপেন। ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউএস ওপেন।

যুব ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান গেমস

সেপ্টেম্বরে শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ। এ আসর চলবে ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ‘এশিয়ার অলিম্পিক’খ্যাত এশিয়ান গেমস। অক্টোবর-নভেম্বরে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ, এর পরপরই ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন