সাড়ে ৩ কোটিতে বিক্রি ব্র্যাডম্যানের ক্যাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৪: ৫১
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৫: ০৩

প্রায় সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ। যেটা কিনেছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়াম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬-৪৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজ খেলে অস্ট্রেলিয়া। ব্র্যাডম্যানের নেতৃত্বে সে সিরিজটি ৩-০ ব্যবধানে জেতে অজিরা। সে সিরিজে সাবেক তারকা ক্রিকেটারের পরা ব্যাগি গ্রিন ক্যাপটি ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে কিনেছে জাতীয় জাদুঘর।

বিজ্ঞাপন

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা। এই ক্যাপটি কেনার জন্য অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার। জাতীয় জাদুঘরের ল্যান্ডমার্কস গ্যালারিতে সেই ক্যাপটি স্থান হয়েছে। যে গ্যালারিতে দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্মারক প্রদর্শন করা হয়।

দেশটির নামকরা চিত্রশিল্পী টনি বার্ক বলেন, ‘এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া যাবে কিনা আমার জানা নেই যিনি স্যার ডন ব্র্যাডম্যানের নাম শোনেননি। তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এই কিংবদন্তি ক্রিকেটারের ক্যাপ অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে থাকায় দর্শনার্থীরা সামনে থেকে দেখতে পারবেন। দর্শনার্থীরা আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।’

জাতীয় জাদুঘরের পচিালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, ‘এই ব্যাগি গ্রিন ক্যাপটি শুধুমাত্র একজন কিংবদন্তির স্মারক নয়। এটা এমন এক সময়কে তুলে ধরে যখন নাকি ক্রীড়াবিদরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হতাশা কাটিয়ে মানুষকে প্রেরণা দিতে পেরেছিল।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত