আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইংলিশ প্রিমিয়ার লিগ

হালান্ডের জোড়া গোলে জিতল সিটি

স্পোর্টস ডেস্ক
হালান্ডের জোড়া গোলে জিতল সিটি

দুর্দান্ত খেললেন আর্লিং হালান্ড। উপহার দিলেন জোড়া গোল। তার অসাধারণ ফুটবল নৈপুণ্যে জিতল ম্যানচেস্টার সিটি। সেলহার্স্ট পার্কে কোচ পেপ গার্দিওলা দল ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে। সিটির হয়ে বাকি গোলটি এনে দেন ফিল ফোডেন। দাপুটে এ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল (৩৬ পয়েন্ট) থেকে পয়েন্ট ব্যবধান কমিয়ে দুইয়ে নিয়ে এসেছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি (৩৪ পয়েন্ট)। উলভারহ্যাম্পটনের বিপক্ষে আর্সেনাল ২-১ গোলের নাটকীয় জয় না পেলে এই ম্যাচ শেষেই সবার ওপরে উঠে যেত সিটি।

এদিকে এমিরেটস স্টেডিয়ামে লড়াই হয়ে পড়েছিল ম্যাড়মেড়ে। তবে শেষ দিকে প্রতিদ্বন্দ্বিতা নেয় নতুন মোড়। আর্সেনাল জয়ের স্বপ্ন বুঁনে ফেলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের উপহার দেওয়া আত্মঘাতী গোলে। কিন্তু শেষ মিনিটে গোল করে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয় উলভারহ্যাম্পটন। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয় গোলে অবিশ্বাস্যভাবে জয় নিয়ে মাঠে ছেড়েছে গানাররা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে কোচ মিকেল আর্তেতার দল।

আর্সেনাল গোলের দেখা পায় ম্যাচের ৭০ মিনিটে। তবে গোলটি দুর্ভাগ্যের। বুকায়ে সাকার নেওয়া বাঁকানো কর্নার কিক রুখতে পারেননি গোলরক্ষক স্যাম জন্সটেন। তার গ্লাভস ছুঁয়ে বল আঘাত করে পোস্টে। পরে জন্সটেনের পিঠে লেগে বল আশ্রয় নেয় জালে। ম্যাচের শেষ মিনিটে নাইজেরিয়ার স্ট্রাইকার তোলু সমতাসূচক গোল এনে দেন উলভসকে। আর্সেনালের হতাশা কেটে যায় ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে)। সাকার ক্রস বিপদমুক্ত করতে লাফিয়ে উঠেছিলেন উলভস ডিফেন্ডার মস্কেরা। কিন্তু বল তার মাথা স্পর্শ করে কাঁপিয়ে দেয় জাল। এদিকে মেটজকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে ৩-২ গোলে শীর্ষে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন