সামিত সোম-ফাহমিদুল থাকলেও নেই কিউবা

হামজাদের হংকং মিশনে চমক জায়ান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
জায়ান আহমেদ

সামনে এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই। প্রতিপক্ষ হংকং। দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা হোম-অ্যাওয়ে ভিত্তিতে। এই দুই ম্যাচের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ক্যাম্প। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা হংকং ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছেন। যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের জন্য দলে রাখা ফুটবলারদের নাম জানায়নি। তবে সংশ্লিষ্ট ক্লাবকে খেলোয়াড় ছাড়ার জন্য এরই মধ্যে চিঠি পাঠিয়েছে ফেডারেশন।

বিজ্ঞাপন

প্রাথমিক দলের ২৮ জনের মধ্যে সর্বাধিক ১১ জন ফুটবলার রয়েছেন কিংসের। তবে ফেডারেশন থেকে বসুন্ধরা কিংসকে পাঠানো চিঠিতে নেই ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের নাম। আবাহনী ও মোহামেডানের রয়েছেন পাঁচজন করে খেলোয়াড়। আর ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিজ, পিডব্লিউডি থেকে একজন করে খেলোয়াড় জায়গা করে নিয়েছেন দলে। ঘরোয়া লিগের বাইরে খেলা চারজন ফুটবলার ডাক পেয়েছেন স্কোয়াডে। সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরী ও সামিত সোম খেলেননি। এশিয়ান কাপ বাছাইয়ে দুজনই থাকছেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলও যোগ দেবেন ক্যাম্পে।

দলের নতুন মুখ জায়ান আহমেদ। ভিয়েতনামের মাটিতে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে দারুণ খেলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ তরুণ ফুটবলার। মাঠের লড়াইয়ে ঝলক দেখিয়ে কেড়েছেন কোচ হাভিয়ের কাবরেরার নজর। বয়সভিত্তিক দলের পর এবার সিনিয়র টিমেও জায়গা করে নিলেন এ তরুণ তুর্কি।

প্রাথমিক দল: মিতুল মারমা, ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, সুমন রেজা, ব্রাদার্স জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব, আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, সামিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত