জাকেরের লম্বা লাফ, পেছালেন লিটন-শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৬: ৩৭

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১০২ রান করেন জাকের আলী অনিক। কিন্তু ৩ ম্যাচে ৩৪ গড় এবং ৭৩.৩৮ স্ট্রাইকরেটে তার করা এই রান দলের সিরিজ হার ঠেকাতে পারেনি। দল ২-১ ব্যবধানে সিরিজ হারলেও এই সংস্করণের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে পিছিয়েছেন ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া লিটন কুমার দাস।

আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন জাকের। বর্তমানে ৫৯ এ অবস্থান করছেন এই ডানহাতি ব্যাটার। ৬ ধাপ নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। অবনতি হওয়া সাবেক অধিনায়ক আছেন ৩৪তম স্থানে। শান্ত’র মতো পিছিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৫ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক। ৮ ধাপ অবনতি হওয়া লিটনের বর্তমান অবস্থান ৭৮তম।

বিজ্ঞাপন

জাকেরের মতো উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। ১৯ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার। ৭ ধাপ এগিয়ে বর্তমানে ৫১তম স্থানে আছেন তাওহীদ হৃদয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত