পাওয়েল পাওয়ারে বড় সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৯: ৫২
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ০৩

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রভম্যান পাওয়েল ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েলের সঙ্গে হাত মিলিয়েছেন অধিনায়ক শাই হোপ, দুজনের ব্যাটে শেষ ৫ ওভারে ৬৪ রান তুলেছে ক্যারিবীয়রা। এর মধ্যে তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে ৩ ছক্কায় ২২ রান তুলেছেন পাওয়েল। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে হোপের দল। জিততে বাংলাদেশের চাই ১৬৬ রান।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের আটসাট বোলিংয়ের সামনে পড়ে উইন্ডিজ। প্রথম ১৭ ওভারে দারুণ বোলিং করে লিটন দাসের দল। তবে শেষ ৩ ওভারেই এলোমেলো হয়ে যায় হিসেব। শেষ ৩ ওভারে তাসকিন-মোস্তাফিজ-তানজিম মিলে দিলেন ৫১ রান। এর মধ্যে সিকিভাগ রান পাওয়েলের।

নিজের মুখোমুখি হওয়া প্রথম ১৮ বলে মাত্র ৯ রান নিতে পেরেছিলেন পাওয়েল। । ছিল না কোনো বাউন্ডারি। কিছুতেই যেন ব্যাটে–বলে হয়ে উঠছিল না। সেই পাওয়েল এরপর ১০ বল খেলে নিলেন ৩৫ রান। মারলেন ১ চার ও ৪ ছক্কা। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে মারলেন ছক্কা!

শেষ ৭ বলের মধ‍্যে চারটি ছক্কা মেরে দলকে বড় সংগ্রহই এনে দিলেন পাওয়েল। নিজেদের শততম টি-টোয়েন্টিতে ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৬ রানে অপরাজিত থাকলেন তিনি। অবশ্য ৭ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি। তবে সেটা কাজে লাগাতে পারেননি তানজিম হাসান। ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। সাবেক ও বর্তমান অধিনায়কের ৪৬ বলের জুটিতে আসে ৮৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, আথানেজ ৩৪; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত