
স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রভম্যান পাওয়েল ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েলের সঙ্গে হাত মিলিয়েছেন অধিনায়ক শাই হোপ, দুজনের ব্যাটে শেষ ৫ ওভারে ৬৪ রান তুলেছে ক্যারিবীয়রা। এর মধ্যে তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে ৩ ছক্কায় ২২ রান তুলেছেন পাওয়েল। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে হোপের দল। জিততে বাংলাদেশের চাই ১৬৬ রান।
টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের আটসাট বোলিংয়ের সামনে পড়ে উইন্ডিজ। প্রথম ১৭ ওভারে দারুণ বোলিং করে লিটন দাসের দল। তবে শেষ ৩ ওভারেই এলোমেলো হয়ে যায় হিসেব। শেষ ৩ ওভারে তাসকিন-মোস্তাফিজ-তানজিম মিলে দিলেন ৫১ রান। এর মধ্যে সিকিভাগ রান পাওয়েলের।
নিজের মুখোমুখি হওয়া প্রথম ১৮ বলে মাত্র ৯ রান নিতে পেরেছিলেন পাওয়েল। । ছিল না কোনো বাউন্ডারি। কিছুতেই যেন ব্যাটে–বলে হয়ে উঠছিল না। সেই পাওয়েল এরপর ১০ বল খেলে নিলেন ৩৫ রান। মারলেন ১ চার ও ৪ ছক্কা। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে মারলেন ছক্কা!
শেষ ৭ বলের মধ্যে চারটি ছক্কা মেরে দলকে বড় সংগ্রহই এনে দিলেন পাওয়েল। নিজেদের শততম টি-টোয়েন্টিতে ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৬ রানে অপরাজিত থাকলেন তিনি। অবশ্য ৭ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি। তবে সেটা কাজে লাগাতে পারেননি তানজিম হাসান। ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। সাবেক ও বর্তমান অধিনায়কের ৪৬ বলের জুটিতে আসে ৮৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, আথানেজ ৩৪; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০)

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রভম্যান পাওয়েল ঝড়ে বড় সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েলের সঙ্গে হাত মিলিয়েছেন অধিনায়ক শাই হোপ, দুজনের ব্যাটে শেষ ৫ ওভারে ৬৪ রান তুলেছে ক্যারিবীয়রা। এর মধ্যে তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে ৩ ছক্কায় ২২ রান তুলেছেন পাওয়েল। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে হোপের দল। জিততে বাংলাদেশের চাই ১৬৬ রান।
টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের আটসাট বোলিংয়ের সামনে পড়ে উইন্ডিজ। প্রথম ১৭ ওভারে দারুণ বোলিং করে লিটন দাসের দল। তবে শেষ ৩ ওভারেই এলোমেলো হয়ে যায় হিসেব। শেষ ৩ ওভারে তাসকিন-মোস্তাফিজ-তানজিম মিলে দিলেন ৫১ রান। এর মধ্যে সিকিভাগ রান পাওয়েলের।
নিজের মুখোমুখি হওয়া প্রথম ১৮ বলে মাত্র ৯ রান নিতে পেরেছিলেন পাওয়েল। । ছিল না কোনো বাউন্ডারি। কিছুতেই যেন ব্যাটে–বলে হয়ে উঠছিল না। সেই পাওয়েল এরপর ১০ বল খেলে নিলেন ৩৫ রান। মারলেন ১ চার ও ৪ ছক্কা। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে মারলেন ছক্কা!
শেষ ৭ বলের মধ্যে চারটি ছক্কা মেরে দলকে বড় সংগ্রহই এনে দিলেন পাওয়েল। নিজেদের শততম টি-টোয়েন্টিতে ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৬ রানে অপরাজিত থাকলেন তিনি। অবশ্য ৭ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি। তবে সেটা কাজে লাগাতে পারেননি তানজিম হাসান। ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। সাবেক ও বর্তমান অধিনায়কের ৪৬ বলের জুটিতে আসে ৮৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (হোপ ৪৬*, পাওয়েল ৪৪*, আথানেজ ৩৪; তাসকিন ২/৩৬, রিশাদ ১/৪০)

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল সান্ত্বনার জয়। জয়ের সেই ধারা তারা নিয়ে গেল টি-টোয়েন্টি সিরিজে। ক্যারিবীয়রা শুরুটা রাঙাল জয়ের রঙে। প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজ জিতল ১৬ রানে।
৩৯ মিনিট আগে
মূল শহর থেকে লম্বা দূরত্ব পেরিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আসতে লম্বা অনেক পথ পাড়ি দিতে হয় সমর্থকদের। দূরত্ব বেশির সঙ্গে যাতায়াত ব্যবস্থাও বেশ দুর্বল। সরাসরি মাঠে আসার জন্য নেই কোনো গণপরিবহন।
১ ঘণ্টা আগে
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি হয়েছে অনলাইনে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুনের সভাপতিত্বে সভায় সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহসভাপতি নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এজন্য দেশের মেয়েদের সময় এখন নিজেদের ঝালাই করে নেওয়ার। বড় এ আসরের জন্য প্রস্তুতির লক্ষ্য নিয়েই থাইল্যান্ড সফর করল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু প্রস্তুতিটা মোটেই ভালো হলো না। প্রথম ম্যাচে গোল না দিয়ে হজম করেছেন মেয়েরা তিন গোল।
২ ঘণ্টা আগে