গাজায় তুরস্কের সেনাবাহিনী ঢুকতে দেবে না ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২২: ১২
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের ‘বৈরী অবস্থানের’ কারণে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে তুর্কি সেনা পাঠানোর প্রস্তাবে ইসরাইল রাজি নয়।

সোমবার (২৭ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হাঙ্গেরির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সা’র বলেন, “যেসব দেশ গাজায় সেনা পাঠাতে চায়, তাদের অন্তত ইসরাইলের প্রতি ন্যায্যতা থাকতে হবে। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরাইলের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করছে। তাই আমরা তাদের সশস্ত্র বাহিনীকে গাজায় প্রবেশ করতে দেব না—এ বিষয়ে আমরা আমাদের বন্ধু যুক্তরাষ্ট্রকেও জানিয়েছি।”

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, তারা গাজায় মার্কিন সেনা পাঠাবে না। তবে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের জন্য ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে আলোচনা চলছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইসরাইলের অন্যতম কড়া সমালোচক। তিনি ইসরাইলকে একাধিকবার “সন্ত্রাসী রাষ্ট্র” বলে আখ্যায়িত করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত