যুদ্ধবিরতির আড়ালে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ৩৩

গাজায় যুদ্ধবিরতির আড়ালে ইসরাইল নীরবে গড়ে তুলছে এক ভয়াবহ প্রক্সি নেটওয়ার্ক। রাফাহ থেকে খান ইউনিস, বেইত লাহিয়া থেকে পূর্ব গাজা—পুরো উপত্যকাজুড়ে ইসরাইলের অর্থায়নে সক্রিয় হয়ে উঠেছে একদল সশস্ত্র গ্যাং, যারা দখলদার সেনাবাহিনীর ছায়াতলে পরিচালিত হচ্ছে। এই গ্যাংগুলো গৃহযুদ্ধ উস্কে দেওয়া, সামাজিক পতন ঘটানো, হত্যা, গুপ্তচরবৃত্তি, অপহরণমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম নিউ আরবের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, রাফাহর ইয়াসির আবু শাবাব, খান ইউনিসের হুসাম আল-আস্তাল, উত্তরের আশরাফ আল-মানসি ও পূর্ব গাজার রামি হেলস—এই চার গ্যং বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিচ্ছে। এই অঞ্চলগুলো বর্তমানে সম্পূর্ণরূপে জনশূন্য ও ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

যুদ্ধবিরতি ঘোষণার পর আবু শাবাব আন্তর্জাতিক সুরক্ষার দাবি জানায়, কারণ সাহায্য লুট, সহযোগিতা ও ফিলিস্তিনিদের হত্যার দায়ে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কায় সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে প্রথমদিকে ইসরাইলি সেনাবাহিনী এই দলগুলোকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতৈ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের পরিকল্পিত সীমারেখার বদলে অর্ধেকেরও বেশি অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তারপর থেকেই আবু শাবাব ও তাঁর সহযোগীদের দিয়ে প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করে তেলআবিব।

পরবর্তীতৈ এই সশস্ত্র মিলিশিয়ারা ইসরাইলের হয়ে পরোক্ষভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে—কখনও গৃহযুদ্ধ উস্কে, কখনও গুপ্তচরবৃত্তি, অপহরণ, কিংবা মাঠ পর্যায়ে হিট-অ্যান্ড-রান হামলা চালিয়ে। তাদের অভিযানের পর ইসরায়েল আকাশ থেকে বোমা হামলা করে ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ করছে।

বিশ্লেষকদের মতে, এই গ্যাংগুলো স্বাভাবিকভাবে গড়ে ওঠেনি। ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা শিন বেট ও সেনাবাহিনী মিলে গাজার অপরাধী ও পলাতকদের, বিশেষত ৭ অক্টোবরের পর কারাগার থেকে পালানো ব্যক্তিদের শনাক্ত করে এবং অর্থ, অস্ত্র, গাড়ি, ঘরবাড়ি, এমনকি খাদ্য ও বিলাস দ্রব্যের লোভ দেখিয়ে তাদের নিয়োগ দিয়েছে।

ফলস্বরূপ, যুদ্ধবিরতির আড়ালে গাজার মাটিতে চলছে নতুন ধরণের যুদ্ধ—যেখানে ইসরাইল অস্ত্র, অর্থ ও ভয় দেখিয়ে গাজাবাসীদের নিজেদের প্রক্সি বাহিনীতে পরিণত করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত