রিশাদকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৩: ০৪
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৩: ৫৪

সীমিত ওভারের ক্রিকেটের ২ সংস্করণেই বাংলাদেশ দলের নিয়মিত ‍মুখ রিশাদ হোসেন। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে মাঠে নামা হয়নি এই লেগস্পিনারের। এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

অসুস্থতার কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেননি রিশাদ। তার পরিবর্তে তানভীর ইসলামকে মাঠে নামায় বাংলাদেশ। সেটা ছিল এই বাঁহাতি স্পিনারের অভিষেক ম্যাচ। সে ম্যাচে ৪৪ রানে ১ উইকেট নেন তানভীর। পরের ২ ম্যাচে টিম কম্বিনেশনের বিবেচনায় একাদশে টিকে যান। তাতেই করেন বাজিমাত। দ্বিতীয় একদিনের ম্যাচে দল জেতানোর পথে তুলে নেন ৫ উইকেট। তাই শেষ ম্যাচের একাদশে টিকে যান তানভীর। মূলত এজন্যই আর সুযোগ পাননি রিশাদ।

বিজ্ঞাপন

সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। সিরিজ হারায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাকিদদের করা একের পর এক প্রশ্নের উত্তর দিতে হয়েছে মিরাজকে। তার মধ্যে রিশাদকে নিয়ে করা প্রশ্নটিও ছিল ‍উল্লেখযোগ্য। যদিও এই প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশ দলপতিকে।

মিরাজ বলেন, ‘ম্যাচ জেতানোর পথে একজন ক্রিকেটার যখন ৫ উইকেট নেয় তখন তো আপনি তাকে বাদ দেওয়ার চিন্তাই করতে পারবেন না। কিংবা না খেলানোর ব্যাপারে ভাববেন না। শেষ ওয়ানডেতে স্পিনিং ট্র্যাক হলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। শ্রীলঙ্কাও আমাদের মতো ৩ স্পিনার ও ২ পেসার খেলিয়েছে। উইকেট দেখে মনে হয়েছে এখানে পেস বোলারদের জন্য ভালো সুবিধা আছে। ওদের বেশিরভাগ উইকেট নিয়েছে পেসাররা। আমাদের পেসাররাও ভালো করেছে। এটা নিয়ে আমি চিন্তিত নই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত