চ্যাম্পিয়নস ট্রফি

কোন দল কত টাকা পেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৯: ৩১

এক যুগ পর চাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। সদ্য শেষ হওয়া আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়নস ট্রফিতে এটা তাদের তৃতীয় শিরোপা। সেরা আট দলের টুর্নামেন্টে এটা সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড।

শিরোপা জয়ের মতো চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর থেকে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পেয়েছে ভারত। পাকিস্তান-দুবাইয়ে অনুষ্ঠিত আসরের জন্য মোট ৬৯ লাখ ইউএস ডলারের প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৩ কোটি ৮০ লাখ টাকা। যা আগের আসরের চেয়ে ৫৩ শতাংশ

বিজ্ঞাপন

বেশি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে ২২ লাখ ৪০ হাজার ডলার পেয়েছে ভারত। এছাড়া গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জেতার জন্য পেয়েছে আরও দুই লাখ ২০ হাজার ডলার। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ২৪ লাখ ৬০ হাজার ডলার পকেটে পুরেছে ভারত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

রানার্সআপ নিউজিল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সর্বমোট ১৩ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। রানার্সআপ হিসেবে ১১ লাখ ২০ হাজার ডলার পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। বাকি অর্থ পেয়েছে গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায়।

আইসিসির ঘোষণা অনুযায়ী, সেমিফাইনাল থেকে বাদ পড়া দুদল পেয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ডলার। পঞ্চম ও ষষ্ঠ দল পেয়েছে সাড়ে তিন লাখ ডলার করে। অন্যদিকে সপ্তম ও অষ্টম দলের অ্যাকাউন্টে ঢুকেছে এক লাখ ৪০ হাজার ডলার। এছাড়া কেবলমাত্র অংশগ্রহণের জন্য প্রতিটি দল পেয়েছে এক লাখ ২৫ হাজার ডলার।

সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করে নাজমুল হোসেন শান্তরা। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের আয় চার লাখ ৭৫ হাজার ডলার বা পাঁচ কোটি ৭৩ লাখ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত