আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম টি-টোয়েন্টি

ভরুণ-অভিষেকের দারুণ দিন

স্পোর্টস ডেস্ক
ভরুণ-অভিষেকের দারুণ দিন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ইডেন গার্ডেন্সে স্বাগতিকদের জয়ের দিনটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়েছেন ভরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আগের জন।

বিজ্ঞাপন

এর কারণটাও যথার্থ। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের তিন টপঅর্ডার ব্যাটার জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে সাজঘরের পথ দেখেন এই স্পিনার। এদের মধ্যে সর্বোচ্চ ৬৮ রান করেন বাটলার। এই ধাক্কা সামলে আর বড় পুঁজি পায়নি ইংলিশরা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩২ রান তোলে ইংল্যান্ড। এরপর আর কোনো উইকেট পাননি ভরুণ। চার ওভার হাত ঘুরিয়ে তার খরচ মাত্র ২৩ রান।

জবাবে অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল হাতে রেখেই জয় পায় ভারত। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন অভিষেক। পাঁচ চারের বিপরীতে আটটি ছয় মারেন এই ওপেনার। ২০ বলে ২৬ রান করেন সাঞ্জু স্যামসন। এ ছাড়া ১৯ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। ২১ রানে দুই উইকেট নেন জোফরা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৩২/১০ (২০ ওভার)

জস বাটলার ৬৮; ভরুণ ৩/২৩

ভারত: ১৩৩/৩ (১২.৫ ওভার)

অভিষেক ৭৯, স্যামসন ২৬

আর্চার ২/২১

ফল: ভারত সাত উইকেটে জয়ী

ম্যাচসেরা ভরুণ চক্রবর্তী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন