সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ইডেন গার্ডেন্সে স্বাগতিকদের জয়ের দিনটা ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়েছেন ভরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আগের জন।
এর কারণটাও যথার্থ। আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের তিন টপঅর্ডার ব্যাটার জস বাটলার, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে সাজঘরের পথ দেখেন এই স্পিনার। এদের মধ্যে সর্বোচ্চ ৬৮ রান করেন বাটলার। এই ধাক্কা সামলে আর বড় পুঁজি পায়নি ইংলিশরা। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩২ রান তোলে ইংল্যান্ড। এরপর আর কোনো উইকেট পাননি ভরুণ। চার ওভার হাত ঘুরিয়ে তার খরচ মাত্র ২৩ রান।
জবাবে অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল হাতে রেখেই জয় পায় ভারত। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন অভিষেক। পাঁচ চারের বিপরীতে আটটি ছয় মারেন এই ওপেনার। ২০ বলে ২৬ রান করেন সাঞ্জু স্যামসন। এ ছাড়া ১৯ রানে অপরাজিত থাকেন তিলক ভর্মা। ২১ রানে দুই উইকেট নেন জোফরা আর্চার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৩২/১০ (২০ ওভার)
জস বাটলার ৬৮; ভরুণ ৩/২৩
ভারত: ১৩৩/৩ (১২.৫ ওভার)
অভিষেক ৭৯, স্যামসন ২৬
আর্চার ২/২১
ফল: ভারত সাত উইকেটে জয়ী
ম্যাচসেরা ভরুণ চক্রবর্তী

