মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সা-ইউনাইটেডের শোক প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৮: ৫০
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৯: ০৬

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক এখনো কাটেনি। দেশের গন্ডি পেরিয়ে এই শোকের আবহ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই ঘটনায় শোক জানিয়েছে বার্সেলোনা। সবশেষ শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া শোক বার্তায় ইউনাইটেড লিখেছে, ‘ঢাকার বিমান বিধ্বস্তের ঘটনায় ভুক্তভোগী সকলের জন্য গভীর সমবেদনা জানানো হচ্ছে। যারা নিহত হয়েছেন তাদের স্মৃতিতে যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন সেই কামনা করি।’

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার বাংলাদেশের সমর্থকগোষ্ঠীকে পাঠানো এক শোক বার্তায় বার্সেলোনা লিখেছে, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদ ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’

মাইলস্টোন ট্রাজেডিতে এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগ শিক্ষার্থী। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আরো প্রায় ২০০ জন। এটা দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত