আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাভাস্কার-গুচকে ছাড়িয়ে ব্র্যাডমনের পরেই গিল

স্পোর্টস ডেস্ক
গাভাস্কার-গুচকে ছাড়িয়ে ব্র্যাডমনের পরেই গিল

রোহিত শর্মা অবসর নেওয়ায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি দিয়ে পূর্ণ মেয়াদে ভারতের হয়ে টেস্ট নেতৃত্ব শুরু করেন শুভমান গিল। লম্বা সংস্করণে নেতৃত্বে অভিষেক সিরিজটা ব্যাট হাতে স্বপ্নের মতো পার হয়েছে তার। ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলে একাধিক মাইলফলক স্পর্শ করেছেন গিল।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চারটি শতকের সাহায্যে ৭৫৪ রান করেন গিল। টেস্টে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের তালিকার দুইয়ে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার। তার ওপরে আছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩৬/৩৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে ৮১০ রান করেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার।

বিজ্ঞাপন

টেস্টের অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে আগেই কিংবদন্তি সুনিল গাভাস্কারকে পেছনে ফেলেছিলেন গিল। দুইয়ে উঠার পথে সবশেষ গুচকে পেছনে ফেলেছেন তিনি। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে এক সিরিজে ৭৫২ রান করেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গুচ।

এর আগে ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে ৭৩২ রান করেন গাভাস্কার। দীর্ঘ ৪৬ বছর ধরে টেস্টের এক সিরিজের ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাবেক অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন