আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৭: ৫৬

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গত ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ডান হাতের আঙুলে চোট পান তিনি।

এজন্য চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবার (৩০ এপ্রিল) নিজেদের সবশেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়াই মাঠে নামে পাঞ্জাব। চোটের অবস্থা জানতে স্ক্যান করিয়েছিলেন অজি তারকা। যদিও স্ক্যান রিপোর্ট ভালো আসেনি। এমনটাই জানিয়েছেন পাঞ্জাবের আরেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস স্টয়নিস।

বিজ্ঞাপন

সতীর্থের চোট নিয়ে স্টয়নিস বলেন, ‘ম্যাক্সওয়েলের চোটাক্রান্ত স্থান স্ক্যান করা হয়েছিল। তবে দুঃখজনক হলেও সত্যি যে ফলাফল ভালো আসেনি। এটা তার জন্য খারাপ সংবাদ। আমি মনে করি সে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।’

এর আগে চেন্নাইয়ের বিপক্ষে টসের সময় ম্যাক্সওয়েলকে নিয়ে কথা বলেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াশ আইয়ার, ‘আমরা এখনও ম্যাক্সওয়েলের বিকল্প চিন্তা করিনি। মানসিকভাবে আমরা অনেক শক্তিশালী দল। নিয়মিত একাদশের বাইরেও আমাদের ভালো খেলোয়াড় আছে। ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে আমাদের। নিজেদের মধ্যে এসব বিষয় ধরে রাখার চেষ্টা করব।’

এবারের আইপিএলটা ভুলে যেতে চাইবেন ম্যাক্সওয়েল। ইনজুরিতে পড়ার আগে পাঞ্জাবের হয়ে মাঠে নেমেছেন ৭ ম্যাচ। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ৪৮ রান। এছাড়া বল হাতে ৮.৪৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত