বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামছেন মিতু-জাহিদরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩: ০০
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ৪৩

আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই। এ আসর সামনে রেখে বাংলাদেশের ফুটবলাররা ক্যাম্প করছেন বাহরাইনে। প্রস্তুতির অংশ হিসেবে প্রথম ক্লোজ-ডোর ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে দেশের ছেলেরা। বাহরাইন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের বিপক্ষে আজ রাতে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর একদিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। ছুটি শেষে গতকাল ফুটবলাররা সেরেছেন অনুশীলন। এ নিয়ে ক্যাম্পে পঞ্চম দিনের মতো অনুশীলন করলেন বাংলাদেশের যুবারা।

বিজ্ঞাপন


অনুশীলনে আগের ম্যাচের ভুল শুধরে নিতে কাজ করেছেন কোচিং স্টাফরা। তাপদাহ থাকলেও ফুটবলাররা দৃঢ়তা দেখিয়েছেন। ভুলগুলো সংশোধনে মনোনিবেশ করেছেন। গতকাল প্রায় ৯০ মিনিট অনুশীলন সেরেছেন তরুণ ফুটবলাররা। আজ ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছেন ফুটবলাররা।


গতকাল বাফুফের ভিডিও বার্তায় নিজেদের অনুশীলন নিয়ে ডিফেন্ডার মিতু চৌধুরী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ট্রেনিং সেশন অনেক ভালো হয়েছে। সবাই অনেক এফোর্ট দিয়েছে। আমরা আগামী ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের ২২ আগস্ট আরেকটি ম্যাচ আছে। এ ম্যাচের জন্যও প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে সবকিছুই ভালো হচ্ছে। বলতে গেলে বাইরে একটু গরম। আমরা আস্তে আস্তে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছি। আস্তে আস্তে হয়েও গেছে। সব মিলিয়ে চেষ্টা করছি অনেক। বলা যায়- সবই ভালো হচ্ছে।’


রক্ষণভাগের আরেক ফুটবলার জাহিদ হাসান শান্ত চান আজকের ম্যাচটি জিততে, ‘আলহামদুলিল্লাহ ভালো। সুস্থ আছি; গতকাল আমাদের রিকভারি ছিল। রিকভারির পর আজ (বৃহস্পতিবার) অনুশীলন করেছি। খুব ভালো। আবহাওয়ার জন্য একটু কষ্ট হয়েছে। এখন মানিয়ে নিয়েছি। ভালো লাগছে। ২২ তারিখে ম্যাচ। শেষ ম্যাচে আমরা ভালো করেছিলাম; কিন্তু ভুল বোঝাবুঝির কারণে একটি পেনাল্টি হয়েছে। আমরা চাই, পরের ম্যাচটি জিতে দর্শকদের কিছু দেওয়ার জন্য।’

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত